সেইদিন
সেইদিন
উত্তম চৌধুরী
~~~~~~~~
তোমাদের চোখের ওপর নিশ্চয়ই নেমেছিল
তোমাদের মাথার ভেতর নিশ্চয়ই ঢুকেছিল
দ্রোহকাল, ক্ষোভ।
তোমাদের বুকের ভেতর নিশ্চয়ই কেঁদেছিল
প্রিয় মাতৃভাষা।
তাই ফাগুনের পলাশ-শিমুল রং চোখে মেখে
ঢাকার রাস্তায় নেমেছিলে সেইদিন, সেইদিন।
তোমাদের সঙ্গে ছিল আনপড়, মজদুর, চাষা।
তোমাদের সঙ্গে ছিল অসংখ্য রিকশাচালক।
তোমাদের সঙ্গে ছিল হাটুরে বা কেতাবি মানুষ।
তোমাদের সঙ্গে ছিল কৌতূহলী কিশোর, বালক।
সারা দিক, সারা দেশ, ভাষাগত প্রাণ
সাড়া দিয়ে রেখেছিল একুশের মান।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴