এক কুয়াশার পৃথিবীতে চলেছি দিনরাত
কুয়াশা বুকে নিয়ে জাগে সকাল নামে সন্ধে
রোদ ভেঙে ভেঙে নেমে আসে মাটিতে
নিস্তেজ শুয়ে থাকে প্রকৃতি
রোদ জুড়ে জুড়ে গায়ে চাপাই তার
তুলো মেঘের মতো ছিঁড়ে ছিঁড়ে যায়
কুয়াশার স্তর
তার ফাঁকে উঁকি দেয় ক্ষীণ আশার আলো
সবুজ শস্যের উন্মুক্ত শরীরে যৌবন ঢলে পড়ে
হায়নার মতো চেপে বসে শীত কুয়াশা
যেন এক্ষুনি গিলে খাবে
অথচ নদী তার বুকে লালন করে কুয়াশা
মিলেমিশে একাকার জল .... জলবিন্দু
বিভাজিকা সঙ্গোপনে গভীর শ্বাস ঝরায়
আলো আঁধারের সন্ধে নামে আলগোছে
রাত জাগে চুপিসারে
কুয়াশা ক্রমেই অস্থির ... এলোমেলো
বাউল বুকে জাগে তোলপাড় প্রেম
নির্জনে বিবর্ণ চাঁদ একাকী হাসে