রোদ আর শীতল পাটির গল্প
রোদ আর শীতল পাটির গল্প
প্রসেনজিৎ চৌধুরী
~~~~~~~~~~~~~~~~
১
উঠোন,
সুপারী সারি ফাঁকে রোদ নামতা,, ভোর- ভোরে
সীমানা বেয়ে খেলে যায়
সরল সংকীর্তন।
গাছ আর রোদের কাটাকুটি,
উঠোন জুড়ে বসে থাকে "কসমিক" বাঘ, কুয়াশাকালে।
২
সর্ষে ক্ষেত,
মায়ের পুরান শাড়ি খুঁজে
নির্বিঘ্নে মুখ লুকোই।
হলুদ দিগন্তে বিবাগী পাখির পালক জুড়ে লেখা থাকে ক্ষেতগান ।
আর রুগ্ন মাঠ পথে এগিয়ে চলেন আমার মা,
সরষে রঙা ধুলিয়ান
তাঁত গায়ে।
৩
মাঠ আর নত মেঘের অভিমান শেষে
এখনো আবাদি জমিতে লিখি
ধানশীষ, লক্ষ্মীপা।
মাঠ-মেঘের চুম্বন চলে,
সাঁঝবেলার কর্ষণ গানে,
সাঁকো পেরিয়ে কিছুদূর গেলে
আমি আকাশ ছুঁয়ে আসি,
কোজাগরি রাতে,,
৪
দুর্বা ঘাসের পেলব গা বেয়ে
গড়ায় কুয়াশাদানা,
শীতবেলার অনুরোধের আসর।
আবছা বেলায় শীতলপাটি বিছিয়ে
রোদের গল্প শোনাই ।
দিগন্তের কাজল রেখায়
আর প্রান্ত জলের ছোঁয়ায়
অশ্রুগান লেখা থাকে।
ক্রমশ, দীর্ঘশ্বাসের শেষে সেই গান শোনান
আমাদের নীরব রতিকান্ত মাস্টারমশাই।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴