মনে পড়ে
মনে পড়ে
দেবাশিস ভট্টাচার্য
~~~~~~~~~~
ফেব্রুয়ারি মাসটা এলেই
অ আ ক খ ই ঈ উ ঊ
আকাশে বাতাসে ভেসে ওঠে
সালাম রফিক ভাইদের
উদাত্ত উচ্চারণ - উর্দু নয়, উর্দু নয়
চোখের সামনে ভেসে ওঠে
ঢাকার শহীদ মিনার
ঝাঁঝরা বুকের রক্তে ভেজা রাজপথ
কানে বাজে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি........ '
শহীদ স্মরণে সমবেত সংগীত!
কান্নার জলে ভিজতে দেখি মাকে লেখা শেষ চিঠি
ভাষা রক্ষার লড়াইটাকে স্বাধীনতার লড়াইয়ে
পরিণত হতে দেখি!
ফেব্রুয়ারি এলেই বর্ণমালার অক্ষরগুলো
বারেবারে শুধু দেখি!
দেখি অক্ষরে অক্ষরে কেবলই মায়ের মুখ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴