সেই সারপ্রাইসএর ব্যবস্থা করতে আমি বিকেল বিকেল রওনা দিলুম l পাড়ার মোড় থেকে রিক্সা নিলুম, গন্তব্য বিধান মার্কেটের Calcutta Sweets. কিন্তু, এই রে, সেই জিনিসটার কী যেন নাম ! ইসস, মনেই তো পড়ছে না l
যাক গে, অনেকটা পথ, প্রধাননগর থেকে বিধান মার্কেট, প্রায় ৩০/৪০ মিনিটের পথ... পথে যেতে যেতে মনে পড়ে যাবে ঠিক l
- রিকশা ভাই, যাবে?
- যাব, দিদিমনি l
- বিধান মার্কেট কত নেবে?
- ৫০ টাকা দিবেন দিদিমনি l
- ৫০ টাকা ! ঠিক হ্যায়, চলো..
সারপ্রাইসএর দাম দিতে হবে তো...
- কিছু বল্লেন দিদি?
- না, না, তোমায় না... চল, চল...
রিকশায় চড়লেই আমায় কেমন গানে পায়...
গুন গুন করছে মন...
এক খান বাম্পার ধুন চোট পেল...
না, বা .. ধুন গেয়ে কাজ নেই, বরং সামলে সুমলে বসি, এই বয়সে চোট পেলে সারা কঠিন , তখন ত্রিমুরারী ভঙ্গ হয়ে রঙ্গ সইতে হবে l
পাঁ পোঁ, পাঁ পোঁ... রিকশা চলছে হিলকার্ট রোড ধরে...
আমি ব্যাগ কোলে শক্ত করে বসে এপাশ ওপাশ দেখছি...
আরে, তাই তো... এখনও তো সে মনে এল না আমার... স্মৃতিতে ধরা দিল না...
কী যেন নাম তার.. কী যেন নাম????
এদিকে বেশ কিছুটা রাস্তা চলে এসেছি... কিনব কি করে surprise...
আমার memory এমন লুকোচুরি খেলছে আমার সাথে... বিপদে না পড়ে যাই !
শুধু সাইনবোর্ড পড়ছি সারি সারি দোকানের.....
পাঁ পোঁ... পাঁ পোঁ....
এই তো, এই তো... গোপালভোগ ! এক খানা মুদির দোকানের উপর বড়ো একটা সাইন বোর্ড... বড়ো বড়ো করে লেখা গোপালভোগ জর্দা !পাশে নাদুস নুদুস গোপালের ছবি...
আচ্ছা !গোপাল তো শুনেছি বাঁশি বাজাতেন আর প্রেম করতেন... জর্দা ও কি খেতেন?? কি জানি বাবা..
ঠাকুর দেবতা নিয়ে মশকরা না করাই ভালো, এমনি বলে কিছু মনে পড়ে না ঠিক সময়ে... স্মৃতি ক্ষমতা বিকলাঙ্গ প্রায় !!
আমি তো বেজায় খুশি, ইউরেকা বলে চিৎকার করছিলাম প্রায়, রিক্সাভাই কেমন ঘুরে তাকাল.... সন্দেহের চোখে l
গোপালভোগ পেয়েই একটা গান এল মনে.. কীর্তন...
"গোপাল... প্রাণবল্লভ আমার"
পেয়ে গেছি, পেয়ে গেছি...
সেই surprise এর নাম !
উফফফ, এতো ক্ষণে confidence ফিরে পেলাম !
আর, পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম গন্তব্যে... the great Calcutta Sweets !
রিকশা ভাড়া চুকিয়ে দিলাম, দোকানে ঢুকে ওকে একটা সন্দেশ কিনে দিলাম l
লজ্জা লজ্জা মুখে খেয়ে নিল সন্দেশ আমার চেনা রিকশা ভাই l
তারপর, আমি over smartly বল্লাম....
ছয় piece প্রাণবল্লভ দিন তো....
কী?? প্রাণ বল্লভ???
নোয়াপাতি ভুঁড়ি, মাঝারি গোলবদন তাঁর কুতকুতে চোখ দিয়ে আমায় জরিপ করে নিল...
গম্ভীর ভাবে জবাব দিল... "এখানে প্রাণবল্লভ পাবেন না"
আমি তো অবাক !
আমার surprise !!!
রোগা ফর্সা চালাক চালাক কর্মচারীরসহাস্য উত্তর...
"ওটা রাধা বল্লভী "
আমি উদ্গত হো হো হাসি চেপে নিলাম, তবু ফিক ফিক করে মুখ থেকে কি যেন বেরিয়ে এল...
আরও গম্ভীর হয়ে বললুম,
"উহারই ছয় খান দিন "l
রাধে রাধে......