নতুন জামা
নতুন জামা
উমা শঙ্কর রায়
^^^^^^^^^^^^^^
নতুন জামার ইস্ত্রির খাড়া ভাঁজে
ন্যুব্জ শিরদাঁড়া দেখি আমি
ঐ ন্যুব্জ শিরদাঁড়াতে জমানো ছিল
আমার আবদার যত।
নতুন জামার ভাঁজ খুললে
আমি পেতাম পরিচিত ঘামের গন্ধ!
ঐ শিরদাঁড়া কখন যে ঢুকে পড়েছে
আমার শিরদাঁড়াতে ----
বুঝিনি তখন
পূজো এলেই ঝা চকচকে শপিং মলে চাইলে
আজো নাকে আসে চেনা ঘামের গন্ধ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴