দেখা
দেখা
সুদীপ্ত সেনগুপ্ত
^^^^^^^^^^^^^^
প্রথম দেখা হয়েছিল
চার দেওয়ালে আলোড়ন মাখা,
ঘরের এক কোনে চেয়ারে হেলান দিয়ে শীতের শিরশিরানি
চাদরে মোড়া গোলাপি আভায়।
সিঁড়ি বেয়ে কংক্রিট প্রাঙ্গন,
চা এর দোকান
দেখা হয়েছিল দৃষ্টির গভীরে...।
ভ্রু পল্লবে যখন ডাক দিয়েছিলে,
শত সহস্র মহাদ্রুমের শিরা উপশিরায়, বনে বনান্তরে
শাল সেগুনের ঝরা পাতায় ছিলো
অমোঘ মাদকতা!
দেখে তো সবাই
কে যে কি দেখে
সেও হয়তো জানে না!
দেখারও একটা দর্শন আছে,
অরণ্যের একাকিত্ব অলৌকিক ক্ষণ কুয়াশা মাখা ভোর...
ভ্রাম্যমাণ ভুল।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴