ঠিক যেন নেই
ঠিক যেন নেই
অমিত কুমার দে
------------------------
এক সময় একা। একাই তো।
ভায়োলিনে পাড় ভাঙার শব্দ
সন্তুরে নদীর জলতরঙ্গ
বাতাসের তানপুরা
মনখারাপ বাজিয়ে যায় একনাগাড়ে।
এক সময় নদী বলে – যাই।
দিগন্তে যেসব নীল গাছ দাঁড়িয়ে থাকে
তারা কথা বলে না ব’লে
কাছের ঝোপঝাড়ও নির্বাক হয়
জলে ডুব দিয়ে আর ওঠে না ডাহুক।
এক সময় কোনো মেঘ হাঁটে না।
নদীয়ালী মাছেরা সাঁতার থামিয়ে রাখে
হলুদ ক্ষেতের ভেতর ফড়িং ঘুমায়
কাদার গভীর থেকে কেঁদে ওঠে
আলুথালু কাঁকড়া ও শামুক।
এক সময় ছায়া থাকলেও ডাক থাকে না।
খলুইয়ের জল একা একা শুকোতেই থাকে
ছইয়ের ওপর থেকে উধাও মাছরাঙা
কেউ কেউ কারা কারা ক্রমাগত
ভেসে থাকে, ঠিক যেন কোনোখানে নেই!
------- ------- ------- -------- --------- --------- -----
ছবি : রথীন্দ্রনাথ সাহা
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴