ঝলমলে রঙিন
ঝলমলে রঙিন
শৌভিক রায়
~~~~~~~~
রাস্তা পার হতে গিয়ে চোখ আটকে গেল সৌমাল্যর। মালবিকা না!
টানাটানা চোখে সেই মাশকারা, কপালে পরিচিত কাঁচ টিপ! টানটান চেহারার অদ্ভুত মাদকতা এতটাই যে, আশেপাশের আর সব্বাই বিবর্ণ। সুখ যেন ঝরে পড়ছে...
এপারে আসতেই সিগনাল লাল হয়ে গেল। আবার তাকালো সৌমাল্য। কোথায় মালবিকা! ওই জায়গাটা বিলকুল ফাঁকা। সম্বিত ফিরল সৌমাল্যর। মালবিকা এখানে আসবে কীভাবে!
আসলে ঢাকুরিয়া ওভার ব্রিজের ঠিক এখানেই মালবিকাকে প্রথম দেখে সৌমাল্য। তারপর কখনও দক্ষিণাপন, কখনও রবীন্দ্র সদন, কখনও ভিক্টোরিয়া। কতদিন হল ঠিক? হিসেব করে না সে আর আজকাল! নিজের ভাঙাচোরা চেহারাটাও এই ভিড়ে লুকিয়ে রাখে। শহরের এই এক সুবিধে, সুন্দর লুকিয়ে থাকা যায়।
**************************************
ঢাকুরিয়া স্টেশন পার করে দ্রুত পা চালায় সৌমাল্য। আজ অনেকটা দেরি হয়ে গেছে।
**************************************
হালতু বাজারের কাছের মেন্টাল আসাইলামের গেট খুলতেই সৌমাল্য দেখল আসাইলামের পোশাক পরা মালবিকা দাঁড়িয়ে রয়েছে বাগানের ওই কোণায়। মাশকারা নেই, টিপ নেই। নেই মাদকতা, নেই ঝরে পরা সুখ।
কিন্তু তবু চারদিক বড্ড ঝলমলে, বড্ড বেশি রঙিন।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴