জমিনগন্ধী
জমিনগন্ধী
অমিত কুমার দে
----------------------
ঝুম আবাদের ক্ষেত ছুঁয়ে
একটা কোয়াশলতা
কার্তিকের ভরা চাঁদের রাতে
জ্যোৎস্না ধরে রেখে
অর্গানিক বাগানকে বলে : আছি!
ময়ূর ঘুমিয়ে পড়লে
জমি প্রদক্ষিণে বের হয় পাহাড়ি কোবরা
সাপ আর ন্যাওড়া নদী তখন সমার্থক হয়
পারস্পরিক ফোঁস আওয়াজে
জেগে ওঠে নদীমাঠ, ঘাসঠোঁট বলে : চুপ!
চাপড়ামারি ডিঙিয়ে
বনবসতির মাঠে ধান ছিনতাইয়ে নামে দাঁতাল
সার্চলাইট গিলে খায় হলুদ হলুদ ধান
মানুষ আর হাতির মাঠপদাবলী গোটা রাত জুড়ে
আকাশসামিয়ানা গোটাতে গোটাতে মাটি বলে : ইস!
কোনো কোনো বছর জমিকে গিলে খায় বৃষ্টি
কোনো কোনো বছর নেইবৃষ্টির শাপ
ফসলের সংবাদ গ্রামীণমর্গের দমবন্ধ ঘরে গুমড়ায়
কৃষকের বউ জানে বিছানা কীভাবে নির্ঘুম হয়
তবুও এসব ক্ষেত, এইসব ধর্ষিত জমি ডাকে : আয়!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴