চালচিত্র
চালচিত্র
উত্তম চৌধুরী
^^^^^^^^^^^^
এবং তোমার কাছের থেকে, দূরের থেকে
উড়ে যাবে সব পাখিরা।
একে একে
নেমে আসবে জাড়িজুড়ি হক কথাদের।
রোদের গায়ে লিখে রেখে না বিষয়ক বাক্যগুলি
ডেকে আনবে গণমাধ্যম।
আহা, তোমার সৃজনকর্মে কম কথা কি বলা হল!
এখন দেখো ছেঁড়া বাতাস দ্বিখণ্ডিত মাঠের কোনায়,
এখন দেখো জল উড়ে যায় ইচ্ছেমতো আকাশ ধরে,
এখন দেখো তোমার ঘরে বেড়ে উঠছে টানাপোড়েন,
বিষণ্ণতা
আর ঘূণেরা।
এবং যখন মুখ খুলেছে অন্ধগলি---
তুমি তোমার রং,তুলি সব
রামধনুরং জীবন থেকে আপাতত সরিয়ে রাখো;
তারা কেন ক্ষুণ্ণ হবে
ভুল স্বভাবে!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴