আরও একটা স্বপ্ন খসে পড়ল বৃন্ত থেকে
মাঝরাতে ডাহুকের হাঁকডাক
যেন কত কিছুই না বলতে চায়
ভোররাতে দরজায় কড়া নাড়ে বৃষ্টি
সব কিছু আজ মনে হয় অবান্তর।
আমি বহু চেষ্টা করেও কুড়োতে পারিনি স্বপ্ন
খুঁটে খাওয়া জীবন তাদের প্রত্যশা নেই
শুধু প্রতিদিন নিজের মতো যাপন
আমি কেবল সাজিয়ে তুলে রাখি যত্নে।
আবার ফিনিক্স পাখির মতো সফর
ভেজা কাকের মতো যাপিত জীবন,
মুহূর্মুহু জানান দেয় জলীয় বাষ্পের
কাচের জানালা চুইয়ে বৃষ্টির প্রেম
আমাকে ভাসিয়ে নিয়ে যায় খরস্রোতা
শুধু পড়ে থাকে খসে পড়া স্বপ্ন।