সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
24-January,2023 - Tuesday ✍️ By- উমাশঙ্কর রায় 388

কয়েকটি কবিতা

কয়েকটি কবিতা
উমা শঙ্কর রায়
===========
           
প্রেম -১
~~~~
        
তোমার আমার প্রেম যেন কোষবদ্ধ তরবারি 
কোষের ওপরে মখমল জড়ি 
                          মায়াপরশ 
এক অনির্বচনীয় পিপাসা, মাধুরী 
শুধু চেপে রাখা রহস্যঘন চুম্বন 
এসো কোষমুক্ত করি তরবারি 

প্রেম -২
~~~~

কতদিন তোমার কাছে কিছু চাইনি 
তবু তুমি আমাকে দুষ্টু বলতে 
শুধু তোমায় চেয়ে চেয়ে দেখেছি 
তোমার নত দৃষ্টিতে 
আমার অন্তঃপুরের গন্ধর্বরা নেচে উঠত 
সেই নাচ অনুভব করেই কি আমাকে দুষ্টু বলো !

প্রেম -৩
~~~~~

তুমি রামধনু ভালোবাসতে মনে আছে 
আমাকে বলতে কোন রঙটা নেবে 
আমি মাথা নাড়তাম 
তোমাকে দেখাতাম রামধনুর প্রেক্ষাপট 
তুমি বলতে রামধনুতেই বেঁচে রয় শ্রাবণ 
আজো রামধনু ভেসে উঠলে 
তোমাকেই দেখি মাধুরী!

প্রেম -৪
~~~~

প্রতিশ্রুতির ওড়নাতেই লুকোনো থাকে 
                                             বিসর্জন 
তোমার প্রেম তো আলপথের মায়া 
গন্তব্যহীন হারিয়ে যাওয়া আমার 
                                            মাধুরী 
তোমার সবুজ ওড়নায় সেদিন 
ছুটেছিল দুরন্ত এক্সপ্রেস 
লালচেলি যেন আজ লাল ঝাণ্ডা 
অজানা স্টেশনে সিগনাল 

 প্রেম -৫
~~~~~

আজ আর বসন্তের আগুনে মন পোড়ে না 
বুক পুড়ে যায় - বুক পুড়ে যায় 
                                     মাধুরী 
বসন্ত বৃত্ত পূর্ণ হলে বসন্ত বিলাস তখন 
                                     বসন্ত বিলাপ 
সেদিন ঐ কোকিলের ডাকে 
ডাক পাঠাতাম দুজনে ভালোবাসার 
ঐ ডাকেই লুকিয়ে ছিল সেদিন 
বসন্ত বিদায় চৈতী দহন 
পড়িনি সে ডাক তখন -

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                            software development company in siliguri,no 1 software
                            development company in siliguri,website designing company
                            in Siliguri, website designing in Siliguri, website design
                            in Siliguri website design company in Siliguri, web
                            development company in Siliguri