নিশ্চুপ নিঝুম মাঝরাত,
শয্যার উষ্ণ আমেজ !
বন্ধ শার্সিতে খুউব আলতো আওয়াজ.. কুয়াশার ডাক !
সহস্র জলবিন্দু জলছবি আঁকে একমনে।
সে ডাকে সাড়া দিতে জানলা খুলে দেখি
এক অবাক চরাচর !
শিশুবিস্ময়ে সম্মোহিত হয়ে দেখি
কুয়াশায় মোড়া এক অচেনা জগৎ।
নিবু নিবু আলোয়
প্রতিবেশীমহল ভুতুড়ে তখন!
দূরে কোনো কার্নিশে
ঝুঁকে পড়া ডালপালা বেয়ে নামে
নিশাচর দল, ওরা কুয়াশায় ভেজে চুপচাপ।
প্যাঁচা প্যাঁচানির দলও পথহারা হয়,
ঘন কুয়াশায় হাজির হয় ভুল ঠিকানায়।
বুকে হাঁটা শিকারির লকলকে জিভ
ভেজে কুয়াশার জলে।
কবোষ্ণ নরম দেহের বদলে
স্বাদ নেয় অমৃতের...
ওরও শীত ঘুম ভাঙে।
আমি নিশ্চল নিথর হয়ে জানলা খুলে রাখি ...
আর কুয়াশায় ভিজতে থাকি ....
স্নেহার্দ্র হতে হতে অনুভূতি কায়াহীন হয়,
কুয়াশাঘেরা মায়াপথে
অনিকেত মন পরিক্রমা করে ....
একলা মন আমার পরিক্রমা করে ...
অতীতকে ছুঁয়ে ছুঁয়ে হাঁটি ...
প্রিয়মুখ ছুঁয়ে ছুঁয়ে হাঁটি ....