কুয়াশা-পুরাণ
কুয়াশা-পুরাণ
অজিত অধিকারী
~~~~~~~~~~
কুয়াশার জাল ভাঙি মোবাইল অফ করে
অভিলাস তবু থাকে পথের সারথী
স্নায়ু শক্তি ক্ষয়ে গেছে অতলে বিতলে
কুয়াশায় পথ হাঁটি বসন্ত সন্ধানে
কুয়াশা ভেজায় খুব শীতের কাঁপুনি
তবু তার কাছে শিখি সংশয় বোধ
কুয়াশা সেওতো ভাই প্রকৃতির দান
কুয়াশায় ভিজে ভিজে ঋতুমতী ধান
কুয়াশায় ডুবে যাই ভেসে উঠি আমি
শীতের সে পান্ডুলিপি-
পড়ি কতদিন একা একা ভিজে যায় শরীর ও মন
কখনো কখনো আমি কুয়াশার গোপন সন্তান
এটুকু বুঝেছি আমি সবকিছু সরল আলোর
মতো নয়
কুয়াশার কাছে এই পাঠটুকু আজীবন
শিখে নিতে হয়
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴