এখানে হেমন্ত আজ নষ্ট লোকালয়ে
এখানে হেমন্ত আজ নষ্ট লোকালয়ে ...
রানা সরকার
-------------------------------------------
চেনা পাখিদের ঝাঁক সুচতুর নেমে আসে আশ্বিনের খেতে, হেমন্তের গোধূলি বিকেলে -
এখানে নগ্ন উড়ান ছুঁয়ে আছে বিনষ্ট প্রহরে, বড় একা অজানা সংকেত আজ শস্যের বাগানে -,
এখানে আশ্বিনের ছায়ারোদ মেঘের চাদর খুলে উঁকি দেয় এলোমেলো বনান্তের পথে -
মেঘ আছে তাই বৃষ্টি ,অচেনা স্রোতের নদী অসময়ে বেগবতী জেগেছে পরাণে।
মেঘবৃষ্টির দেশে পাকা ধানের খেত রাত শেষে জেগে থাকে সিক্ত শিশিরে -
ভেজা মাটির খেতে স্পষ্টত পদছাপ রয়েছে আড়ালে, নগ্ন খেতের আল ঢেকেছে সময়
স্বরলিপি লিখে রাখে প্রেয়সী তরুণী এক মুখোমুখি সুতনু জ্যোৎস্নায় ;
রাঙালি গ্রামের পথে ফসলের দর হাঁকে মেঠো মহাজন, ঘিরে রাখে একাকী অভয়।
এই ফসলের দেশে আশ্রিত খরায় অমল বৈভব হারিয়েছিল মগ্ন উপকূলে -
পতনের শব্দে বৃষ্টির নিঃশ্বাস গড়ায় একাকী তীর দেশে ,কালজানির জলজ উঠোনে -
এখানে অরণ্যের গল্প আজও হেমন্তকালীন ,খেত ভ্রমণের আলাপ ফেরে সান্ধ্য গো-কূলে -,
এখন নবান্নের মিলিত কোরাস বহুদূরে ,ছিন্ন গঞ্জ এক জেগে আছে ফসলের গানে ।
নতুন আতর মেখে নিখাত পারভীন ফিরেছে একা, অলক্ষ্যে দাঁড়িয়ে সুজনের দেশ পাখিদের মেলায় -
নবীন পিয়ন ফিরেছে এখানে আজ ,ডাকঘর সেজে আছে দ্বীপবহুল অচেনা বন্দরে -
আশ্বিনের মরা খেতে দৃশ্যত শৈশব নামে উদাম ডাংগুলির বেয়ারা খেলায় ..
সেজে আছে হেমন্তের নিকোনো উঠোন, দূরের পথে চরাচরে ফসলের খেত ছড়িয়ে একা মুগ্ধ অন্তরে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴