এখন আত্মরতি
এখন আত্মরতি
টিপ্ লু বসু
^^^^^^^^^^^^
এখন সোলোগ্যামি এখন আত্মরতি
অদৃশ্য ডানা ছড়িয়েছেন আফ্রোদিতি
ভোরবেলা আমারই কপালে আমার ঠোঁট
পিকাসোর কিউবিজমের মতো শরীর
ছড়িয়ে পড়ি নিজেরই আদরে স্পর্শে
আমার বিচরণ আমারই চৈতন্যে
আমার জগত আমারই দর্শন
আমার আয়নায় মুখ দেখেন নার্সিসাস
গালিব জানেন না খেলনার কারসাজি
আত্মরতির ট্রাজিক উচ্চারণ আজ
মিথ্যে হয়ে যায় সময়ের সঙ্গে
এই সুখ সন্ধ্যামণি ফুল
ফুটে থাকে খোঁপার বাঁধনে
খোঁপা খুলে এলোচুলে আঙুল বোলালে
আমিই আমার কাছে অনন্য বাসনার দেবী
উপগত হই আমারই ভিতরে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴