একটি অরণ্যগাথা/উত্তম চৌধুরী
একটি অরণ্যগাথা
উত্তম চৌধুরী
---------------------
একটি অরণ্যগাথা লিখে রাখে মুনসান নদী--
আর
তাকে তুলে নেয় বনবায়ু, পাগলা ফকির।
একটি কর্তিত চাঁদ এঁকে ফেলে ন্যাড়া শালগাছ,
আর তার ছবি তোলে আকাশের অসংখ্য তারা।
একটি সড়ক ধরে ছুটে আসে চেতনাপ্রবাহ,
তুমি তাকে বাধা দাও--খাল কাটো বিপথে যাবার।
একটি আলোর কাছে সমর্পিত দিনের শরীর--
চোখে, মুখে, বুকে রেখে পার করো রাতের সিরিজ।
একটি চৈতন্যঝোরা শুয়ে থাকে, পাম্পুবস্তি পাশে--
আর তাকে সুরে বাঁধে সকালের করুণ বাঁশিটি।
একটি সোনালি মেয়ে বেড়ে ওঠে মায়লার ঘরে,
পাহাড়তলির চোখ, সরিষার ফুলে যেন আঁকা।
একটি জারুল গাছ ছুঁয়ে ফেলে আকাঙ্ক্ষার ঢেউ --
আর তাকে ধরে ফেলি শহুরে বিমুগ্ধ কবি আমি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴