এ পথ ঋজু শিরদাঁড়ার মতো/মণিদীপা নন্দী বিশ্বাস
এ পথ ঋজু শিরদাঁড়ার মতো
মণিদীপা নন্দী বিশ্বাস
========================
পথ
তো কারো একার নয়। এক একটি রাস্তা প্রতিদিন এক একজন মানুষের জীবন গড়ে দেয়।
কোন এক ই রাস্তা ধরে চলতে চলতে এক ছোট্টবেলা বড় হওয়ার স্বাদ পায়। আবার সে
রাস্তা বদলে যায়, জীবন পর্ব বদলায়,অন্য রাস্তা ঢুকে পড়ে পরকীয়া সম্পর্কের
মতো। তখন সে পথকেই মনে হয় নিজস্ব, একান্ত আপন। সকাল দশটায় যে পথের সঙ্গে
দেখা,যে সূর্য আলোর সকাল দেখিয়েছিল সে, ফেরার পথে আধো অন্ধকারে সে ফুটি
ফুটি আলোর মালায় অন্যরকম রহস্য নিয়ে বুকের ভিতর ঢুকে পড়ে। ভৌগোলিক
অবস্থান বদলে গেলে পথও অন্য মুখ, অন্য আদল, অন্য পরিবেশ চিনিয়ে দেয়।
স্কুল বদল, কলেজ বদল, বিশ্ববিদ্যালয়ের নিবিড় অনুভূতির রাস্তা, ধানী জমি
পেরোনো পথ, পাহাড়ী জঙ্গুলে পথের মায়াময়তা কিংবা নদীর পাশ দিয়ে সরু বালির
রাস্তা সব জীবনের মানেটাই অন্যখাতে বয়ে নিয়ে যায়। কিছু পথ জীবনকে আলো
দেখিয়ে এগিয়ে রাখে। সব পথ এসে যেখানে মিলে মিশে যায় তখন জিরিয়ে নিতে নিতে
যে রাস্তা ছবির মতো বার বার ঘুরে আসে তার ইতিহাস নিয়ে, নিজস্ব পায়ের ধুলো
নিয়ে আর কারো চলে যাওয়ার শব্দ শুনিয়ে অথবা আঁচলের গন্ধটুকু মুঠোর ভিতর
ধরিয়ে যে পথ চলে গেছে সে পথ চিরকালীন। ল্যান্ডস্কেপ শুধু না, একেবারে
বাঁধানো কংক্রীট হয়ে বেঁচে থাকে। মানুষ জীবন দৃঢ় করে,দীপ্ত করে। রাজনগরের
তেমনি এক রাস্তা সাগরদীঘির পাশ দিয়ে এখন আবার নতুন করে আমাকে কর্মক্ষেত্রে
নিয়ে যায়, ফিরিয়ে নিয়ে তোলে ভাড়া বাসাবাড়ীর ফ্ল্যাট ঘরে। মাঝের রাস্তাটুকু
আমার মায়ের চলার রাস্তা ছিল। তিনি যেতেন হাজরাপাড়ার বাড়ী থেকে বেরিয়ে সোজা
ডি এম অফিস।সেই সাগরদীঘিকে ডানদিকে রেখে বাঁয়ে শহীদবাগ, মিউনিসিপ্যালিটি
অফিস। এগিয়ে যাচ্ছে লম্বা বিনুনী গোলাপী শাড়ি।...বহু বছর আগেও সেই
বকুল,বাদল,বন্দনা, দীনেশ, সতীশের গুলি খেয়ে লুটিয়ে পড়ার রাস্তার মিছিলে সেই
গোলাপী শাড়ীর শিশু পা দুটি হেঁটে গিয়েছিল একই ভাবে। ... আবার বহু বছর পর
আমার চলার পথে ঐ জেলাগ্রন্থাগার, ক্ষুদিরাম স্ট্যাচু পেরিয়ে শহীদবাগ
একদিকে, অন্যদিকে সাগরদীঘিকে নিয়ে হেঁটে যাই। কখনো হলুদ রোদ এসে ঝিলমিল
করে সাগরদীঘির জল। কখনো বেলা পড়ে আসা বিকেলে সাঁতারের ক্লাস দেখতে দেখতে
ভুট্টা কিনে খেতে খেতে ফিরি আমার বদলে যাওয়া ঠিকানার দিকে। অন্য এক লাল
অফিস বাড়ি ঘেরা রাজার ইতিহাস তৈরি হয় ঐ পথ ঘিরেই। কিছু পাওয়া কিছু না
পাওয়ার যন্ত্রণা মুছে নেয় সে পিচঢালা কালো রাস্তাটুকু। বাকি জীবন আরও দৃপ্ত
দৃঢ় হয়। পায়ের নীচে মাটি শক্ত করে।
(ছবি : দেবায়ন চৌধুরী)
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴