সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
27-November,2022 - Sunday ✍️ By- চন্দন খাঁ 261

ঋতুসংহার

ঋতুসংহার
চন্দন খাঁ
÷÷÷÷÷÷÷

-- কী রে এ. কে. ডি - র ক্লাস করবি না? 
-- বৃষ্টির দিনে ট্র‍্যাজেডির ক্লাস কেউ করে?
-- তাহলে কী করবি?
-- ভিজব
-- মানে?
-- আজ কালিদাস হব, নয়তো রবীন্দ্রনাথ!
-- পাগল হলি নাকি?
-- বৃষ্টি যে তরুণ তরুণীকে পাগল করে না তার যৌবন নিয়ে আমার সন্দেহ আছে।
-- এ তো ফুল ম‍্যাডের লক্ষণ!
-- খুব তো দুলে দুলে রবীন্দ্রনাথের গান করিস! আজকের এই বর্ষার দিনে বিশ্ববিদ্যালয়ের এই সবুজে মোড়া ক‍্যাম্পাসে ভিজতে ভিজতে গাইতে পারবি -- 'এমন দিনে তারে বলা যায়'
-- আমাকে তো পাগলা কুকুরে কামড়ায়নি!
-- তোরা যে কেন বাংলা নিয়ে এম এ পড়তে আসিস!
-- কী নিয়ে পড়া উচিত ছিল?
-- রাষ্ট্রবিজ্ঞান। বর্ষার দিনে টিভিতে বসে ভোটে কারা জিতবে এই নিয়ে বাইট দিতিস।
-- তুই তাহলে এখন কী করবি?
-- অবশ্যই ভিজব, কিন্তু একা একা --- আসলে প্রেমিকাহীন বৃষ্টি চিনি ছাড়া রসগোল্লার মতো!
-- আমি কি তোর প্রেমিকা?
-- আমি তো তাই ভাবি?
-- তোর ভাবাটাই সব?
-- তা নয় তো কি! আমার ভাবনাটা কি অমর্ত‍্য সেন স‍্যার ভেবে দেবেন!
-- তুই -- তুই -- 
-- আরে আমি কী, বল না?
-- তুই একটা যাচ্ছেতাই! আমি  চললাম। বাই ---
-- আরে শোন না, তুই চলে গেলে বৃষ্টির কী হবে?
-- তা আমি কী করে বলব?
-- আচ্ছা বেশ। তুই আমার শীতকালীন প্রেমিকা হয়েই থাক। কিন্তু বর্ষার উপযোগী একজনকে খুঁজে দে। 
-- এরপর বলবি ছয় ঋতুতে ছয় জনকে খুঁজে দে!
-- তাহলে তো বস জমে পুরো মাখন হয়ে যাবে!

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                            software development company in siliguri,no 1 software
                            development company in siliguri,website designing company
                            in Siliguri, website designing in Siliguri, website design
                            in Siliguri website design company in Siliguri, web
                            development company in Siliguri