কুয়াশার চালচিত্র থেকে
ঝ'রে পড়ছে বুড়িচুল সাদা সুতো
শ্বেতশুভ্র তন্তু জড়ায় শীতল দেহে
ঊর্ণনাভ-জাল ভেদ করে শীত আসে
অরণ্য পাহাড় ও সমতলে
উগরে দেয় খারিফ শস্য হিমঘর
এ প্রজন্মের গায়ে লেগে থাকে
মায়াবি কুয়াশার সাদা
তুমি আমি তবুও অরণ্যের অন্ধকার কোণে
গুছিয়ে রেখেছি কনেদেখা আলো
গোধূলি সন্ধ্যা নামার নৈঃশব্দ
কুয়াশার ভিতর কুয়াশা লুকিয়ে রাখতে রাখতে দেখেছি
সাদা অন্ধত্ব বয়ে নিয়ে যাচ্ছে জঙ্গলের নরম বাতাস
সাদা মেঘে কুলকুচি করছে বৃক্ষের সারি
আবছায়া আমরা নিঃসম্বল হেঁটে যাই
রুদ্ধশ্বাস কুয়াশার অলিগলি ধরে
খোঁজ করি হিমসাদা প্রকৃতির অন্তর
বৃক্ষের কোটর ও নিজস্ব উত্তাপের ঘর।