অবসাদ
অবসাদ
ভাস্বতী রায়
^^^^^^^^^^^
একটা উদাসী হাওয়া ছুঁয়ে দিচ্ছে বারবার
নিঃসঙ্গতার মেঘে ঢেকে আছে গোটা গা
ছাদের এককোণে ডেকে চলা দোয়েলের ডাক
হৃদয় স্পর্শ করতে পারছে না
চারদিক শুধু ধূ-ধূ করছে তেপান্তরের মাঠ
একটা বিষণ্ণ হাওয়া শ্বাস রোধ করছে নিরন্তর
কোথাও কোন ব্যাস্ততার চিহ্ন নেই
ঘড়ির কাঁটা থমকে আছে নির্বিকার
একটা আবেগমোড়া বিশ্বাসী চাদর
খুঁজে যাচ্ছে ক্লান্ত মন।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴