নির্জরা
নির্জরা
দেবদত্তা
-------------
এখন অনেক রাত, তবু জেগে আছি।
এখন অনেক ক্ষয়, তবু সেজে আছি।
বিষ ফুলের বাসর সাজিয়ে
আমার মৃত শবের সাথে সহবাস।
আমি নির্জরা, আমি নির্জরা
আমি নীলকণ্ঠী নির্জরা
নির্ধারিত সময় আমার বৈমাত্রেয়
আমি কোথাও নেই তবু সব অস্তিত্বে জুড়ে।
চিত্রকর,
তোমার আত্মহত্যা আমাকে অপরাধী করে।
ফুল থেকে ফুল ছুঁয়ে রক্তাক্ত কর
পারলে একবার স্পর্শ করে যাও অমর হতে।
আমি কিশোরী বেলার সূর্য
বৈতরণী ছুঁয়ে ছুঁয়ে ফিরে আসি ,
আকাঙ্ক্ষায় মায়াবন অনাকাঙ্ক্ষায় পারিজাত
স্বতস্ফূর্ত উদ্দীপন।
আমি নির্জর, আমি প্রেম।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴