ঘুমিয়ে জেগে রাত পোহাল, এখন হেমন্তিকা
ঘুমিয়ে জেগে রাত পোহাল, এখন হেমন্তিকা
রানা সরকার
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একটি খেয়া দূর নদীতে, দুপারে তার সাঁকো
ফসল বোঝাই ডিঙি নাওটি যাচ্ছে ভেসে হেলেদুলে
ক্ষেতভরা ধান উধাও হল, জংলা দীঘির মাঠটি কালো
গাঁয়ের মেয়েরা ধান কুড়ানি, মিলছে এসে নদীর কূলে
বইছে হাওয়া পেশল দিনের, নুয়ে আছে শ্বেত পদ্ম।
নিকানো আছে উঠোনগুলো আলতা গাঁয়ের বসত ভিটায়
গুছিয়ে নেয়া ধানের শীষ উঠল বাকের দুই দিকে
নদীর খেয়ায় ফসল এল, সাঁঝের পথে দূরের পাড়ায়
শেষ হয়েছে শারদ বেলা, আধখানা চাঁদ উঠল পিছে
এখন সাধের গল্পকথায় রাতের আলো চাঁদের ভেলায়।
কথায় কথায় রাত পাড়ি দেয় চাঁদ ডুবে যায় ধীরে
ঘুমিয়ে জেগে রাত পোহাল হেমন্তেরই এই দিনে
এই সকালে বুনছে নিপুণ একা চড়ুই একটুখানি বাসা
গাঁয়ের পথে অবুঝ আলে ফিরছে বলাই কলাই কিনে
হেমন্তের এই দুপুরবেলায় বসবে মেলা লোকের ভিড়ে।
সবুজের এই দেশে এখন দূরের গাঁয়ের আবছা পথ
ফেরিঅলার দুপুর হাঁকে চলতি বাজার ঘুরছে কাঁধে
রঙিন ঘুড়ির দখিন বাতাস মাতিয়ে এখন শীতের আকাশ
মিঠাইওয়ালা গাঁয়ের পথে এগোয় না আর কোভিড ভয়ে
দিগন্তের এই আলোর দেশে আঁকছে ছবি হেমন্তিকা।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴