কবিতার ইস্তেহার///সঞ্জয় সোম
কবিতার ইস্তেহার///সঞ্জয় সোম
নদীর পাড়ে সূর্যাস্ত দেখতে দেখতে
আমি শিশু হয়ে উঠলাম
মনে মনে হাততালি দিলাম, বললাম
আগামীকাল নতুন একটা সূর্য উঠবে
গরম ভাতের গন্ধ চিরকাল আমার ভালো লাগে
আমাকে যদি বলো
কোন্ ফুলের গন্ধ ভালো লাগে তোমার ??
যে ফুলে ভাতের গন্ধ পাই
যে ফুল ফুটলে ধান কাটার শব্দ আসে
সেই ফুল আমার প্রথম পছন্দ
তুমি থাকবে না আমাদের সঙ্গে!!!
চলো, শিশুকাল ফিরিয়ে আনি
বৃষ্টি কুড়োই ফুল তুলি
আমি দুপুরে থালা ভর্তি গরম ভাত খাই
ব্যথা আছে জানি,ব্যথা থাকবে তাও জানি
গরম ভাত ডাল
আমাদের সরস কবিতার ইস্তেহার
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴