আসন পাতা বুকে
আসন পাতা বুকে
সুদীপা দেব
---------------------
মায়ের বুকে ঘুমিয়ে আছো জব্বার
শরীরে তোমার নকশীকাঁথার ওম।
সেদিন কিশোরী রোদ হাত রেখেছে
হিম-হিম গাছের মাথায়।
আলপথে ব্যস্ত পা চালায় সহজিয়া চাষী।
ছাত্ররা নামতা পরে দাওয়ার কোণে বসে
ছড়া ছড়া ছন্দে।
বসন্ত সকাল–
উচাটন প্রেয়সী চাঁদ-রেশমের সুতোয় বোনে
তার প্রেমিকের নাম।
নিস্তরঙ্গ বাংলার নির্মল বুকে
নিঃশব্দে বাঁধে শ্বাপদের বাসা,
আর তোমার মাথায় জ্বলে ওঠে অধিকারের আগুন শিখা।
আজান শেষে ফিরতি পথে
কানে বাজে–
ফায়ার ফায়ার....
গভীর বাতাসে বারুদের গন্ধ।
চোখের মণিতে গড়িয়ে পড়ে
বীভৎস অন্ধকার ঢেউ
একটা ধূসর কালো কাক
এ ডালে সে ডালে ছটফট করছে ঈশ্বরের দিকে তাকিয়ে।
রাজপথ ভিজে গেল তোমার শিমুল-লাল শরীরে।
মায়ের বুকে ঝড়
বাবার চোখে নামে শিশিরের ঝাপসা।
থৈ থৈ পদ্মা নোনাব্যথা ছড়িয়ে দেয়
সুদূর টেমসের জলে।
উতল হাওয়ায় ছড়িয়ে পড়ে রাখির পাপড়ি
বাংলা অক্ষর হয়ে
পৃথিবীর সব কোণে।
সেদিন তোমার সঙ্গে হেঁটেছি
আজ হাঁটছি
আগামীতেও আছি জব্বার।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴