সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
18-April,2025 - Friday ✍️ By- সৌগত ভট্টাচার্য 80

মায়াপথের মীড়-৯/সৌগত ভট্টাচার্য

মায়াপথের মীড়/৯
সৌগত ভট্টাচার্য

"ন’ ন' গাছা চুড়ি সেই দিনই দিয়ে এসেছি..." 

"দ্যাখো দ্যাখো বরুণদা কেমন একাই সেলফি তুলে যাচ্ছে..." 

"আরে সানরাইস শুরু হয়েছে ভিডিও ক্যামেরাটা অন করতে বল..." 

"এখানে মোড়ে মোড়ে চায়ের দোকান থাকা উচিত..."

"এ সাম মাস্তানি মত হোস কিয়ে যায়..." 

"মোবাইলে একবার ফোন করো বুবুনরা তো এখনো উঠল না..." 

"আমি ক্লিয়ার কাট বলে দিয়েছি যার খুশি গাড়ির সাথে কথা বলে নেবে আমি এই হিসেবে নেই..."

"বোসবাবুর ছেলের বউটাকে দেখেছ, সারাদিন কানে ফোন ঠুসে, এখানেও ফোন কানে…"

"এই তুমি অষ্টমীর দিন যে শাড়িটা পরে ফেসবুকে ছবি ছেড়েছিলে সেটা কি রাগা?..." 

"ইয়ে নর্থবেঙ্গলের সৌন্দর্য মানে পুরো ইমোশন..." 

"আরে মশাই, বলল এক কথা এসে দেখি ঘরের একটা দিকে জানলা খুললে পুরো পাশের হোটেলের বাথরুম ..." 

"আহ পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ…"

"আমি কি হিব্রুতে বলছি, বোঝা যাচ্ছে না..." 

"দিদিভাইরা বলেছিল না? এই জায়গাটারই কথা..." 

"সব কটা ছবিতে যেন মুখ ক্লিয়ার আসে, আমাকে যেন মোটা না দেখায়..." 

"হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? এখানে নেটওয়ার্কের হেব্বি চাপ। ক্যামেরা অন কর, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস?..." 

"ও তো নিজের ছেলে নিয়ে থাকে ওর বর অন্য কার  সাথে যেন থাকে..." 

"পাহাড়ের জল হজম হচ্ছে না, আজ সকালেও ক্লিয়ার হল না..." 

"তাড়াতাড়ি এস একটা সেলফি....  
কাল ওপরে ওঠার সময় সেই যে কানে তালা লেগেছিল উফফফ...."

"এই শোনো না..."

"আর কোন কোন স্পট আপনাদের অ্যাটেন্ড করা বাকি..." 

"ব্রেক ফাস্টে আলু পরোটা দিতে বলেছি..."

"ঘোষদা ওপরের বাজারটা কী বুঝলেন..."

"আমার জা তো রেলে আছে, ও সকালে বেরিয়ে যায় কুটো টি নাড়ে না..." 

'তুই আমাকে তিনশ পঁচিশ দিবি, বুড়ো তোকে কালকের দু'শ দেবে..." 

"আমি তো বাবা ওদের রান্নাঘরে গিয়ে ম্যাগী ফুটিয়ে এনেছি কাল..." 

"আবার ঢেকে যাচ্ছে, ও বিকাশদা মেঘ টা একটু সরিয়ে দিন না..." 

"যাই বল বস, এখানে একটা আই লাভ বসানো দরকার ছিল...' 

"যাওয়ার সময় একবার হংকং মার্কেট যাব কিন্তু, আগেই বলেছি…"

"হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস? আমাদের শালা ওইখানে মাথার উপরে মেঘ দেখিস না? এইখানে শালা পায়ের তলায় মেঘ… হ্যালো হ্যালো…"

অক্টোবর মাস। লাভা মনেষ্ট্রি। সদ্য ভোর হচ্ছে আদিগন্ত পাহাড়ের গায়ে, পাখি ডাকছে। দিনের প্রথম সূর্যের আলো আগুন রঙ হয়ে পড়ছে উঁচু পাহাড়ের চূড়ায়, যে চূড়ার নাম কাঞ্চনজঙ্ঘা।  চোখের চোখের সামনে আকাশ জোড়া কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোতে সে প্রতি মুহূর্তে রঙ বদলাচ্ছে, মায়া ছড়াচ্ছে আকাশ জুড়ে। হাওয়ায় শুধুই অসীম নীরবতা। 

বিরাট পাহাড়ের সামনে দাঁড়িয়ে সেই হিরন্ময় নীরবতার মাঝে লাভা মোনেস্ট্রিতে সানরাইস দেখতে আসা ট্যুরিস্ট যে কথাগুলো কানে আসছিল সেটুকু টুকে রাখলাম… যাকে নেহাত একটা সকালের বর্ণনা বলা যায়।

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                            software development company in siliguri,no 1 software
                            development company in siliguri,website designing company
                            in Siliguri, website designing in Siliguri, website design
                            in Siliguri website design company in Siliguri, web
                            development company in Siliguri