আইসক্রিম/কাজী গোলাম কিবরিয়া
আইসক্রিম
কাজী গোলাম কিবরিয়া
দু আঙুলের ফাঁক দিয়ে
অজান্তে, কখন জলের মতো
বাতাসের মতো
দার্জিলিং-এর মেঘের মতো
জীবন গলে যায়!
বিজন বনে হারিয়ে গিয়ে
তোমার দেখা পাওয়ার কথা ছিল,
"পথিক, তুমি কি পথ হারাইয়াছ" বলে,
পথ দেখিয়ে, তালপাতার ঘরে
আমাকে হয়তো তোমার
নিয়ে যাওয়ার কথা ছিল;
জীবন গলে গেল, তবু-
কোমরের জোর কমে গেলে
পৃথিবী অনেক বেশী চৌকিদারী করে
তখন, জীবনটা যে
ফসলের ক্ষেত আগলাতেই চলে গেল ফসলক্ষেতের গন্ধ পাওয়া
ফসল কাটতে গান গাওয়া
ফসলী খড়ে ঘর ছাওয়া
তোমার সাথে মাতাল হওয়া
হল না যে, জীবন গলে গেল -।
স্বপ্নের শেমিজ পরে অগোছালো
কোন এক মায়াবী রাতে
চুল এলিয়ে দিয়ে খোলা জানালায়
আশ্চর্য বিভায় তুমি ফুল হয়ে
ঝুলে থাকবে সুন্দর প্রতিমামুখ নিয়ে-
সে দৃশ্যসুখ প্রাণভরে নেবার সাধ ছিল- অথচ জীবন
ইশারায় ডাক দিয়ে চলে গেল
জীবন গলে যায়..... জীবন
তার আশ্চর্য পশরা নিয়ে
দিনে দিনে
জীবিকার যান্ত্রিক মুগ্ধতায়।
--------------------------------------------------------------
আইসক্রিম
কাজী গোলাম কিবরিয়া
দুই নেঙুলের ফাঁকা দিয়া
ওজাইন্তে কত্থন জলের মোতোন
বাতাসের মোতোন
দাজ্জিলিঙের ম্যাঘের মোতোন
জীবন গলিয়া যায়
আন্ধার বনোত হারেয়া গেইলে
তোমার দেকা পাবার কাথা আছিল
"বাহে, তোমরা কী আস্তা হারাইসেন" কয়া
আস্তা দ্যাখেয়া, তালের পাতের ঘরোত
মোক বোদায় তোমার
নিগির কাথা আছিল;
জীবনটা গলিয়া গেল, তাও-
কমরের জোর কমি গেইলে
দুনিয়াটা কনেক বেশি বেশি পাহারাদারি করে
সেলা জীবনটা যে
আবাদ সুবাদ আগুরিতেই চলি গেইলেক
আবাদি জমিনের গোন্ধ পাওয়া
আবাদ কাটিবার গান করা
আবাদি খ্যাড়ের ঘর ছান করা
তোমার সতে মাতোয়াল হোওয়া
হোইল না যে, জীবনটা গলিয়া গেল
স্বপনের ফোতা পিন্দি এবোল থেবোল হয়া
কুনবা এক মায়া নাগা আতিত
চুল ছাড়ি দিয়া খুলা জানলাত
তোমরা আলোমতি ফুল হয়া
ঝুলি নবেন ঢকের ঠাকুর হয়া
স্যাও ছবিখানোক পরানভরি দেকিবার ত্যানে মনের বাসনা আছিল
কিন্তুক জীবন
ইশারা দিয়া ড্যাকেয়া চলিয়া যায়
জীবন গলিয়া যায়..........জীবন
উয়ার সাজান গোছান দোকানখান ধরি
দিনকে দিন
কাজ-কামাই করিতে করিতে ক্যামোতোন যন্তরের নাখান চৌকের চাওয়ায়।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴