76.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৬/অভিজিৎ দাশ
75.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৫/অভিজিৎ দাশ
74.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৪/অভিজিৎ দাশ
73.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৩/অভিজিৎ দাশ
72.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭২/অভিজিৎ দাশ
71.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭১/অভিজিৎ দাশ
70.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭০/অভিজিৎ দাশ
69.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৯/অভিজিৎ দাশ
68.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৮/অভিজিৎ দাশ
67.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৭/অভিজিৎ দাশ
66.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৬/অভিজিৎ দাশ
65.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৫/অভিজিৎ দাশ
64.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৪/অভিজিৎ দাশ
63.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৩/অভিজিৎ দাশ
62.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬২/অভিজিৎ দাশ
61.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬১/অভিজিৎ দাশ
60.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬০/অভিজিৎ দাশ
59.উত্তরবঙ্গের
58.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৮/অভিজিৎ দাশ
57.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৭/অভিজিৎ দাশ
56.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৬/অভিজিৎ দাশ
55.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৫/অভিজিৎ দাশ
54.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৪/অভিজিৎ দাশ
53.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৩/অভিজিৎ দাশ
52.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫২/অভিজিৎ দাশ
51.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫১/অভিজিৎ দাশ
50.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫০/অভিজিৎ দাশ
49.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৯/অভিজিৎ দাশ
48.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৮/অভিজিৎ দাশ
47.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৭/অভিজিৎ দাশ
46.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৬/অভিজিৎ দাশ
45.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৫/অভিজিৎ দাশ
44.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৪/অভিজিৎ দাশ
43.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৩/অভিজিৎ দাশ
42.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪২/অভিজিৎ দাশ
41.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪১/অভিজিৎ দাশ
40.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪০/অভিজিৎ দাশ
39.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৯/অভিজিৎ দাশ
38.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৩৮/অভিজিৎ দাশ
37.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৭/অভিজিৎ দাশ
36.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৬/অভিজিৎ দাশ
35.উত্তরের পত্রপত্রিকা : একটি অনুসন্ধান-৩৫/অভিজিৎ দাশ
34.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৪/অভিজিৎ দাশ
33.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৩/অভিজিৎ দাশ
32.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩২ অভিজিৎ দাশ
31.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩১ অভিজিৎ দাশ
30.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩০ অভিজিৎ দাশ
29.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-২৯/অভিজিৎ দাশ
28.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/২৮ অভিজিৎ দাশ
27.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৭/অভিজিৎ দাশ
26.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৬/অভিজিৎ দাশ
25.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৫/অভিজিৎ দাশ
24.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৪/অভিজিৎ দাশ
23.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৩/অভিজিৎ দাশ
22.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২২/অভিজিৎ দাশ
21.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২১/অভিজিৎ দাশ
20.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২০/অভিজিৎ দাশ
19.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৯/অভিজিৎ দাশ
18.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৮/অভিজিৎ দাশ
17.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৭/অভিজিৎ দাশ
16.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৬/অভিজিৎ দাশ
15.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৪/অভিজিৎ দাশ
14.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৩/অভিজিৎ দাশ
13.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১২/অভিজিৎ দাশ
12.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১১/অভিজিৎ দাশ
11.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১০/অভিজিৎ দাশ
10.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৯/অভিজিৎ দাশ
9.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৮/অভিজিৎ দাশ
8.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৮/অভিজিৎ দাশ
7.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭/অভিজিৎ দাশ
6.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬/অভিজিৎ দাশ
5.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫/অভিজিৎ দাশ
4.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪/অভিজিৎ দাশ
3.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৩/অভিজিৎ দাশ
2.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২/অভিজিৎ দাশ
1.উত্তরবঙ্গের পত্রপত্রিকা :-এক অনুসন্ধান-১/অভিজিৎ দাশ
উত্তরবঙ্গের পত্র-পত্রিকা: এক অনুসন্ধান/ ৭৫
অভিজিৎ দাশ
দিশারী
'দিশারী' একটি লিটল ম্যাগাজিনের নাম। 'দিশারী' একটি সাহিত্য পত্রিকার নাম। তবে 'দিশারী' নিছক একটি নাম নয়, প্রকৃত অর্থেই পথের দিশা দেখিয়ে চলেছে এই পত্রিকা। একে কেন্দ্র করে গড়ে ওঠে 'মুক্তচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্র'। সাহিত্য রচনাও যে শেখার বিষয় তা শক্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতীতে করে দেখিয়েছেন। সেখানে তিনি কবিতা লেখা শেখানোর পাঠ দিতেন। আবার কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রে কবিতা লেখা শেখার স্কুল চালু হয়েছিল। কিন্তু দীর্ঘকাল ধরে নির্দিষ্ট পাঠক্রম তৈরি করে নিয়মিতভাবে বিধিবদ্ধ এরকম স্কুলের সূচনার ক্ষেত্রে 'মুক্তচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্র' পথিকৃৎ। কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা রেলস্টেশনের কাছে ১৪৭ নং ভোটবাড়িতে 'দিশারী' সম্পাদক শচীমোহন বর্মন নিজের বাড়িতে এর সূত্রপাত করেন। পরে সেখানে লোকসংগীত, লোকপালা, লোকবাদ্য, পুতুল নাচ শেখানোর স্কুল এবং দলও গড়ে ওঠে। এককথায় সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়। বিভিন্ন স্থানে এর শাখা প্রতিষ্ঠিত হয়। 'দিশারী'র দেখানো পথে 'মুক্তচিন্তা' সহ অনেকগুলি পত্রিকা প্রকাশিত হতে থাকে। এখানেই 'দিশারী'র বড়ো সাফল্য ।
'দিশারি'র জন্ম ২০০০ খ্রিস্টাব্দের ১৪ জুলাই। এক সীমান্ত সাহিত্য সম্মেলনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। 'দিশারী'-সম্পাদকের কথায়, "সাহিত্যে অর্থাৎ কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক লেখার ভাবনায় মুক্তচিন্তা শুরু করার প্রয়াস হিসেবে 'দিশারী' পত্রিকার পদচারণা শুরু। শুরুতে 'দিশারী পরিচালন সমিতি' এই পত্রিকা পরিচালনা করত। পরে 'মুক্তচিন্তা প্রসার সমিতি' এই দায়িত্বভার গ্রহণ করে। মেখলিগঞ্জ মহকুমা ও সংলগ্নস্থানে লেখক তৈরি করতে এর ভূমিকা অনস্বীকার্য।
পত্রিকা প্রকাশের পিছনের ইতিহাসটা শচীমোহন বর্মন ব্যক্ত করেছেন। তার সাহিত্যচর্চা বহুদিন থেকেই চলছিল। দিনহাটার বাড়িতে থাকাকালীনই তার গ্রন্থ প্রকাশিত হয়েছে। তখনই তিনি স্থির করেছিলেন চাকরি পেলে সাহিত্য নিয়ে কাজ করবেন। এর আগে তিনি দুই বছর ধরে সন্ন্যাসজীবন যাপন করেছেন। এক বিশেষ আধ্যাত্মিক পরিমণ্ডলে তার দর্শন ও আধ্যাত্মিক শিক্ষার সাথে সাথে সাহিত্য ও সংস্কৃতিতে শিক্ষা লাভ ঘটে। এরই প্রেরণায় চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের চাকরি শুরুর দিনটি (২৩/০২/১৯৯৯) থেকে সাহিত্য পত্রিকা প্রকাশের জন্য কাজ করা শুরু হয়। 'তোর্ষা প্রবাহ' পত্রিকার সম্পাদক দিলীপ রায় এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতিকে পাশে পান তিনি। এরই ফলশ্রুতিতে 'দিশারী' প্রকাশ।
বিভিন্ন সময় 'মুক্তচিন্তা বিশেষ সংখ্যা', কবিরত্ন 'শ্যামাপদ বর্মন স্মরণ সংখ্যা' সহ বেশ কয়েকটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। কবিতা প্রধান পত্রিকা হলেও বেশ কিছু মূল্যবান প্রবন্ধ এর সম্পদ। বিশেষ করে 'মুক্তচিন্তা বিশেষ সংখ্যা'টি খুবই মূল্যবান।
তারই সম্পাদনায় 'মুক্তচিন্তা' পত্রিকাও বের হয়। 'মুক্তচিন্তা'র প্রথম প্রকাশ ১লা অক্টোবর, ২০০২ খ্রি.।
'দিশারী' কিন্তু আজও দিশা দেখিয়ে চলেছে।
আরেকটি কথা না বললে 'মুক্তচিন্তা প্রসার সমিতি'র কথা অসম্পূর্ণ থেকে যাবে। তা হল শচীবাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রাপ্ত বড়ো মাপের অর্থ দিয়ে একটি স্টুডিও তৈরি করেছেন। সাংস্কৃতিক তো বটেই সাহিত্যের অনুষ্ঠান দৃশ্য ও শ্রাব্য করে ধরে রাখার ব্যবস্থা এখানে (বিনা অর্থ ব্যয়ে) তিনি করেছেন। গড়ে উঠেছে পত্রপত্রিকা সংগ্রহাগার।
সমিতি বছরে একবার সাহিত্যানুষ্ঠানের বড়ো আয়োজন করে। সারা বছর ধরেই ছোটো ছোটো সাহিত্য অনুষ্ঠানের আয়োজনও করা হয়। শাখাগুলিতেও অনুরূপ আয়োজন করা হয়। আবার শুধু সাহিত্যানুষ্ঠানই নয়, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারের আয়োজনও তারা করেছে।