76.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৬/অভিজিৎ দাশ
75.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৫/অভিজিৎ দাশ
74.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৪/অভিজিৎ দাশ
73.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৩/অভিজিৎ দাশ
72.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭২/অভিজিৎ দাশ
71.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭১/অভিজিৎ দাশ
70.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭০/অভিজিৎ দাশ
69.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৯/অভিজিৎ দাশ
68.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৮/অভিজিৎ দাশ
67.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৭/অভিজিৎ দাশ
66.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৬/অভিজিৎ দাশ
65.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৫/অভিজিৎ দাশ
64.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৪/অভিজিৎ দাশ
63.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৩/অভিজিৎ দাশ
62.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬২/অভিজিৎ দাশ
61.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬১/অভিজিৎ দাশ
60.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬০/অভিজিৎ দাশ
59.উত্তরবঙ্গের
58.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৮/অভিজিৎ দাশ
57.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৭/অভিজিৎ দাশ
56.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৬/অভিজিৎ দাশ
55.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৫/অভিজিৎ দাশ
54.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৪/অভিজিৎ দাশ
53.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৩/অভিজিৎ দাশ
52.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫২/অভিজিৎ দাশ
51.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫১/অভিজিৎ দাশ
50.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫০/অভিজিৎ দাশ
49.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৯/অভিজিৎ দাশ
48.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৮/অভিজিৎ দাশ
47.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৭/অভিজিৎ দাশ
46.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৬/অভিজিৎ দাশ
45.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৫/অভিজিৎ দাশ
44.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৪/অভিজিৎ দাশ
43.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৩/অভিজিৎ দাশ
42.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪২/অভিজিৎ দাশ
41.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪১/অভিজিৎ দাশ
40.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪০/অভিজিৎ দাশ
39.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৯/অভিজিৎ দাশ
38.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৩৮/অভিজিৎ দাশ
37.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৭/অভিজিৎ দাশ
36.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৬/অভিজিৎ দাশ
35.উত্তরের পত্রপত্রিকা : একটি অনুসন্ধান-৩৫/অভিজিৎ দাশ
34.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৪/অভিজিৎ দাশ
33.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৩/অভিজিৎ দাশ
32.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩২ অভিজিৎ দাশ
31.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩১ অভিজিৎ দাশ
30.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩০ অভিজিৎ দাশ
29.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-২৯/অভিজিৎ দাশ
28.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/২৮ অভিজিৎ দাশ
27.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৭/অভিজিৎ দাশ
26.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৬/অভিজিৎ দাশ
25.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৫/অভিজিৎ দাশ
24.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৪/অভিজিৎ দাশ
23.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৩/অভিজিৎ দাশ
22.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২২/অভিজিৎ দাশ
21.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২১/অভিজিৎ দাশ
20.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২০/অভিজিৎ দাশ
19.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৯/অভিজিৎ দাশ
18.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৮/অভিজিৎ দাশ
17.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৭/অভিজিৎ দাশ
16.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৬/অভিজিৎ দাশ
15.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৪/অভিজিৎ দাশ
14.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৩/অভিজিৎ দাশ
13.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১২/অভিজিৎ দাশ
12.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১১/অভিজিৎ দাশ
11.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১০/অভিজিৎ দাশ
10.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৯/অভিজিৎ দাশ
9.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৮/অভিজিৎ দাশ
8.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৮/অভিজিৎ দাশ
7.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭/অভিজিৎ দাশ
6.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬/অভিজিৎ দাশ
5.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫/অভিজিৎ দাশ
4.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪/অভিজিৎ দাশ
3.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৩/অভিজিৎ দাশ
2.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২/অভিজিৎ দাশ
1.উত্তরবঙ্গের পত্রপত্রিকা :-এক অনুসন্ধান-১/অভিজিৎ দাশ
উত্তরবঙ্গের পত্র-পত্রিকা: এক অনুসন্ধান/ ৭৩
অভিজিৎ দাশ
মুজনাই
আজকের জনপ্রিয় অনলাইন 'মুজনাই' পত্রিকার সূচনা কিন্তু ফালাকাটায় হয়। বর্তমানে ইহা কোচবিহার শহর থেকে প্রকাশিত হয়। অনলাইন ছাড়াও মাঝেমাঝে ছাপা পত্রিকা বের হয়।
জলপাইগুড়ি জেলার (এখন আলিপুরদুয়ার জেলা) ফালাকাটায় কৌশিক রায় ও অভ্রজ্যোতি গুহ ১৯৮২-তে প্রথম 'মুজনাই' সম্পাদনা শুরু করেন।
'মুজনাই'-এর বড়ো কৃতিত্ব ১৯৮৪ খ্রিস্টাব্দে মাত্র দুই বছরের মধ্যে ছোটোদের জন্য বিশেষ সংখ্যা প্রকাশ করা। এই সংখ্যার সম্পাদক ছিলেন শৌভিক রায় ও প্রণব রায়। তবে সারা জাগিয়ে প্রকাশ শুরু হলেও অধিকাংশ লিটল ম্যাগাজিনের ধর্ম মেনে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
২০১২ থেকে শৌভিক রায়ের সম্পাদনায় প্রতি মাসে অনলাইনে 'মুজনাই' প্রবাহের মুখ খুলে যায়। সেই ধারা এখনও অব্যাহত। এছাড়া বছরে অন্তত একটি করে মুদ্রিত সংখ্যা প্রকাশিত হয়। শৌভিক রায়ের সাথে সম্পাদনায় সহযোগিতা করেন জীবনসঙ্গিনী রীনা সাহা ও উদয় সাহা। এছাড়া মৌসুমী চৌধুরী, রীনা মজুমদার, সুদীপ মজুমদার, বিপ্লব তালুকদার বিশেষ সহযোগিতা করে থাকেন।
মুজনাই-এর বোরেলি মাছের মতোই স্বাদু 'মুজনাই'-এ প্রকাশিত লেখার সম্ভার। কী নেই 'মুজনাই'-এর পাতায়? আঁকি-বুকি, কবিতা, মুক্ত গদ্য, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, চিঠিপত্র থেকে সাহিত্যের প্রতিটি শাখার ছলাৎ ছলাৎ শব্দ 'মুজনাই'-এর বুক থেকে উঠে আসে। ডুয়ার্সের অন্যতম প্রাণপ্রবাহিনী চলার পথে ছন্দ রেখে যায়। সেই ছন্দে পাঠক অবগাহন করে সমৃদ্ধ হয়, ঋদ্ধ হয় ও সাহিত্য রস আস্বাদন করে ।
পত্রিকাটির লক্ষ্য নির্ভেজাল সাহিত্য উপহার দেওয়া। এজন্য সম্পাদক ভালই পরিশ্রম করেন। পত্রিকাটির পাতায় পাতায় পরিশ্রমের ছাপ চিরস্থায়িত্ব লাভ করে। মাঝে মাঝে পত্রিকার অনলাইন সংখ্যায় কোনো নির্দিষ্ট একটি বিষয় দিয়ে তার উপর লেখা আহ্বান করা হয়। স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সংখ্যা ঐ বিষয়ের লেখায় ভরে ওঠে।
এখন পর্যন্ত এই পত্রিকার মুদ্রিত বিশেষ সংখ্যা-- মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ সংখ্যা। বিশ্বখ্যাত সাহিত্যিক পুত্রের আলোকচ্ছটায় দেবেন্দ্রনাথ ঠাকুর শুধু আলোকিত নন জোড়াসাঁকো ঠাকুর পরিবারে সাহিত্যের স্ফুলিঙ্গ ছড়াতে তিনি পথিকৃৎ বলা যেতে পারে। ব্রাহ্ম সমাজ, বাংলার নবজাগরণ, 'তত্ত্ববোধিনী' পত্রিকা, আধ্যাত্মিক চিন্তাভাবনা তাকে অনন্যসাধারণ মানুষে পরিণত করেছে। কিন্তু তার মূল্যায়ন এই বাংলায় কতটুকু হয়েছে? তাই সেদিক থেকে এইরকম একটি সংখ্যা প্রকাশ করার চিন্তাটিই সাধুবাদ দাবি করে। সংখ্যাটি মূল্যবান লেখাতে ভরিয়েও তোলা হয়েছে। এছাড়াও মুদ্রিত সংখ্যা হিসেবে 'ডুয়ার্স বিশেষ সংখ্যা' প্রকাশ মোহময় ডুয়ার্সের লুকায়িত রূপকে উন্মোচিত করে।
অনলাইন পত্রিকায় বিষয়ভিত্তিক সংখ্যা প্রকাশের কথা আগেই বলা হয়েছে। বিশেষ সংখ্যার কয়েকটি হল-- পরিবেশ সংখ্যা, নববর্ষ সংখ্যা, নারী সংখ্যা, পিতা-মাতা সংখ্যা, ভ্রমণ সংখ্যা ইত্যাদি।
'মুজনাই' পত্রিকা বিক্রি করে পাওয়া অর্থ সমাজসেবায় ব্যয় করা হয়।
সম্পাদনা করতে গিয়ে মধুর ও তিক্ত দুই ধরনের অভিজ্ঞতাই সম্পাদকের হয়েছে। এখনকার অনেক লেখকের প্রথম লেখা পত্রিকাটিতে প্রকাশিত হয়েছে। তাদের হাসিমাখা মুখগুলো মন ভরিয়ে দিয়েছে। আবার লেখা ছাপা হয়নি বলে অনেকে গালমন্দ করেছে।
লীলা মজুমদার, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, স্বপনবুড়ো, তুষার বন্দ্যোপাধ্যায়, পুণ্যশ্লোক দাশগুপ্ত, ঊষাকান্ত দত্ত, তৈমুর খান, সৈয়দ হাসমত জালাল, আরণ্যক বসু, নীরজ বিশ্বাস, শ্যামলী সেনগুপ্ত, শ্যামশ্রী রায় কর্মকার সহ বহু বিশিষ্ট কলামচি এতে কলম ধরেছেন।
বিভূতিভূষণ মুখোপাধ্যায়, মৈত্রেয়ী দেবী, সুভাষ মুখোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, মনোজ বসু, আশাপূর্ণা দেবী প্রমুখের শুভেচ্ছা পত্রে স্নাত হয়েছে এই পত্রিকা।
'মুজনাই' আরো নতুন নতুন দিকে বারি সিঞ্চিত করে শস্য-শ্যামলা করে তুলুক-- এটা কাম্য।