76.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৬/অভিজিৎ দাশ
75.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৫/অভিজিৎ দাশ
74.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৪/অভিজিৎ দাশ
73.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৩/অভিজিৎ দাশ
72.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭২/অভিজিৎ দাশ
71.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭১/অভিজিৎ দাশ
70.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭০/অভিজিৎ দাশ
69.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৯/অভিজিৎ দাশ
68.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৮/অভিজিৎ দাশ
67.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৭/অভিজিৎ দাশ
66.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৬/অভিজিৎ দাশ
65.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৫/অভিজিৎ দাশ
64.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৪/অভিজিৎ দাশ
63.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৩/অভিজিৎ দাশ
62.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬২/অভিজিৎ দাশ
61.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬১/অভিজিৎ দাশ
60.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬০/অভিজিৎ দাশ
59.উত্তরবঙ্গের
58.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৮/অভিজিৎ দাশ
57.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৭/অভিজিৎ দাশ
56.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৬/অভিজিৎ দাশ
55.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৫/অভিজিৎ দাশ
54.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৪/অভিজিৎ দাশ
53.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৩/অভিজিৎ দাশ
52.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫২/অভিজিৎ দাশ
51.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫১/অভিজিৎ দাশ
50.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫০/অভিজিৎ দাশ
49.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৯/অভিজিৎ দাশ
48.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৮/অভিজিৎ দাশ
47.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৭/অভিজিৎ দাশ
46.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৬/অভিজিৎ দাশ
45.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৫/অভিজিৎ দাশ
44.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৪/অভিজিৎ দাশ
43.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৩/অভিজিৎ দাশ
42.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪২/অভিজিৎ দাশ
41.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪১/অভিজিৎ দাশ
40.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪০/অভিজিৎ দাশ
39.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৯/অভিজিৎ দাশ
38.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৩৮/অভিজিৎ দাশ
37.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৭/অভিজিৎ দাশ
36.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৬/অভিজিৎ দাশ
35.উত্তরের পত্রপত্রিকা : একটি অনুসন্ধান-৩৫/অভিজিৎ দাশ
34.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৪/অভিজিৎ দাশ
33.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৩/অভিজিৎ দাশ
32.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩২ অভিজিৎ দাশ
31.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩১ অভিজিৎ দাশ
30.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩০ অভিজিৎ দাশ
29.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-২৯/অভিজিৎ দাশ
28.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/২৮ অভিজিৎ দাশ
27.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৭/অভিজিৎ দাশ
26.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৬/অভিজিৎ দাশ
25.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৫/অভিজিৎ দাশ
24.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৪/অভিজিৎ দাশ
23.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৩/অভিজিৎ দাশ
22.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২২/অভিজিৎ দাশ
21.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২১/অভিজিৎ দাশ
20.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২০/অভিজিৎ দাশ
19.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৯/অভিজিৎ দাশ
18.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৮/অভিজিৎ দাশ
17.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৭/অভিজিৎ দাশ
16.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৬/অভিজিৎ দাশ
15.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৪/অভিজিৎ দাশ
14.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৩/অভিজিৎ দাশ
13.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১২/অভিজিৎ দাশ
12.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১১/অভিজিৎ দাশ
11.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১০/অভিজিৎ দাশ
10.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৯/অভিজিৎ দাশ
9.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৮/অভিজিৎ দাশ
8.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৮/অভিজিৎ দাশ
7.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭/অভিজিৎ দাশ
6.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬/অভিজিৎ দাশ
5.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫/অভিজিৎ দাশ
4.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪/অভিজিৎ দাশ
3.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৩/অভিজিৎ দাশ
2.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২/অভিজিৎ দাশ
1.উত্তরবঙ্গের পত্রপত্রিকা :-এক অনুসন্ধান-১/অভিজিৎ দাশ
উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান /৬৬
অভিজিৎ দাশ
লোকমানস
পশ্চিমবঙ্গ ও অসমের সীমান্তে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি একটি বর্ধিষ্ণু গ্রাম। এখানে বসে সাহিত্য পত্রিকা বের করার হুজুগটা দেবাশিস ভট্টাচার্যের মাথায় ভালো মতোই চেপে বসেছিল।সময়টা ১৯৯০ খ্রিস্টাব্দ। আসলে তার বাড়িতে সাহিত্য-সাংস্কৃতির পরিবেশ আগের থেকেই ছিল। তাই এই হুজুগ নিছক হুজুগই শুধু ছিল না। এর সাথে মিশেছিল দরদ ও ভালবাসা। এরই বহিঃপ্রকাশ 'প্রান্তর' সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ। সাড়ে তিন বছর ধরে 'প্রান্তর' প্রকাশিত হওয়ার পর সরকারি নথিভুক্তিকরণের প্রয়োজনে নতুন নামে পত্রিকার সূচনা হয়। নতুন নামটি হল 'লোকমানস'।
তবে শুধু নামই পরিবর্তন হল না, পত্রিকার চরিত্রও বদলে গেল। 'লোকমানস' হল সংবাদ ও সাহিত্য পাক্ষিক। পূজা সংখ্যা আলাদাভাবে সাহিত্য সম্ভারে সেজে উঠতে লাগল। পাক্ষিক 'লোকমানস' প্রকৃত লোকমন বুঝতে পেরেছিল। তাই প্রকাশিত সংবাদগুলি লোকদর্পণ হয়ে উঠেছিল। সংবাদের শিরোনামগুলি পত্রিকার পরিচয়ক। যেমন-- 'গৃহযুদ্ধে তৃণমূল-বিজেপি জোট', 'ঘুষ নজির', 'কামাখ্যাগুড়িতে কলেজের প্রস্তুতি চলছে', 'নিম্ন অসমের জাতি দাঙ্গার মূল উৎসের সন্ধান মিলল', 'ছাত্রকে শাসন করায় শিক্ষকদের প্রতি অভিভাবকের অশালীনতা', 'ঘোলানি সেচ বাঁধ কৃষকদের মুখে হাসি ফোটাবে', 'শিক্ষক নিয়োগে ঘুষের অভিযোগ' ইত্যাদি। ট্যাবলয়েড আকারের পত্রিকায় মানুষের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। স্থানীয় সমস্যার কথাও প্রাধান্য পেয়েছিল।
বার্ষিক সাহিত্য সংখ্যাগুলিতে প্রবন্ধ, গল্প, কবিতা, ছড়া ও রাজবংশী ভাষার কবিতা থাকত। উত্তরবঙ্গের স্বনামধন্য লেখকরা এতে কলম ধরেছেন।
২৬ টি পাক্ষিক সংখ্যা প্রকাশ পাওয়ার পর পাক্ষিক প্রকাশের পরিকল্পনা বন্ধ হয়ে যায়। তবে পূজা সংখ্যা কিন্তু পরবর্তী সময়ে (২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত) প্রতিবছর বেরিয়েছে। তারপর একটি দীর্ঘ সময় পত্রিকা বের হয়নি। ২০২০তে আবার 'লোকমানস' একটি সংখ্যা বের করে। তারপর আবার বন্ধ রয়েছে।
২০০০ খ্রিস্টাব্দে বন্ধ হওয়ার আগে পর্যন্ত পত্রিকাটি বেশ মসৃণভাবেই চলেছে। সেসময় সম্পাদক প্রথমে 'দৈনিক বসুমতী' এবং পরে 'আনন্দবাজার পত্রিকা'য় সাংবাদিকতা করতে থাকেন। তাই আস্তে আস্তে কাজের চাপ বাড়ে। এজন্য ভালো করে নজর দিতে না পাওয়ায় পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মন মানে কি? মানে না বলেই দীর্ঘ সময় সূপ্ত থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো জ্বলে ওঠার জন্য 'লোকমানস' অপেক্ষা করছিল। কিন্তু সেই প্রয়াসও থমকে যায়। তবে পত্রিকা বের করার সবচেয়ে অসুবিধাজনক দিকটি হল-- অর্থ। এজন্য পত্রিকা প্রকাশ করার কাজ বারেবারে বাধাপ্রাপ্ত হয়েছে। অথচ উত্তরবঙ্গে প্রথম শিলিগুড়িতে অফসেট এলে সেখান থেকে পত্রিকা প্রতিপক্ষে ছাপানো হয়েছে। এর জন্য বারে বারে শিলিগুড়ি-কামাখ্যাগুড়ি দীর্ঘ পথ যাতায়াত করতে হয়েছে। তখন 'লোকমানস' প্রকাশ থেমে থাকেনি। তাই আবারও ফিনিক্স পাখির মতো এর প্রকাশ হবে-- এটুকু আশা করা যেতেই পারে।