76.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৬/অভিজিৎ দাশ
75.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৫/অভিজিৎ দাশ
74.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৪/অভিজিৎ দাশ
73.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭৩/অভিজিৎ দাশ
72.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭২/অভিজিৎ দাশ
71.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭১/অভিজিৎ দাশ
70.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭০/অভিজিৎ দাশ
69.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৯/অভিজিৎ দাশ
68.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৮/অভিজিৎ দাশ
67.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৭/অভিজিৎ দাশ
66.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৬/অভিজিৎ দাশ
65.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৫/অভিজিৎ দাশ
64.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৪/অভিজিৎ দাশ
63.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬৩/অভিজিৎ দাশ
62.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬২/অভিজিৎ দাশ
61.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬১/অভিজিৎ দাশ
60.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬০/অভিজিৎ দাশ
59.উত্তরবঙ্গের
58.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৮/অভিজিৎ দাশ
57.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৭/অভিজিৎ দাশ
56.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৬/অভিজিৎ দাশ
55.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৫/অভিজিৎ দাশ
54.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৪/অভিজিৎ দাশ
53.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫৩/অভিজিৎ দাশ
52.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫২/অভিজিৎ দাশ
51.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫১/অভিজিৎ দাশ
50.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫০/অভিজিৎ দাশ
49.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৯/অভিজিৎ দাশ
48.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৮/অভিজিৎ দাশ
47.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৭/অভিজিৎ দাশ
46.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৬/অভিজিৎ দাশ
45.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৫/অভিজিৎ দাশ
44.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৪/অভিজিৎ দাশ
43.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪৩/অভিজিৎ দাশ
42.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪২/অভিজিৎ দাশ
41.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪১/অভিজিৎ দাশ
40.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪০/অভিজিৎ দাশ
39.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৯/অভিজিৎ দাশ
38.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৩৮/অভিজিৎ দাশ
37.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৭/অভিজিৎ দাশ
36.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৬/অভিজিৎ দাশ
35.উত্তরের পত্রপত্রিকা : একটি অনুসন্ধান-৩৫/অভিজিৎ দাশ
34.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৪/অভিজিৎ দাশ
33.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-৩৩/অভিজিৎ দাশ
32.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩২ অভিজিৎ দাশ
31.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩১ অভিজিৎ দাশ
30.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/৩০ অভিজিৎ দাশ
29.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান-২৯/অভিজিৎ দাশ
28.উত্তরবঙ্গের পত্র-পত্রিকা : এক অনুসন্ধান/২৮ অভিজিৎ দাশ
27.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৭/অভিজিৎ দাশ
26.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৬/অভিজিৎ দাশ
25.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৫/অভিজিৎ দাশ
24.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৪/অভিজিৎ দাশ
23.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২৩/অভিজিৎ দাশ
22.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২২/অভিজিৎ দাশ
21.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২১/অভিজিৎ দাশ
20.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২০/অভিজিৎ দাশ
19.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৯/অভিজিৎ দাশ
18.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৮/অভিজিৎ দাশ
17.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৭/অভিজিৎ দাশ
16.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৬/অভিজিৎ দাশ
15.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৪/অভিজিৎ দাশ
14.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১৩/অভিজিৎ দাশ
13.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১২/অভিজিৎ দাশ
12.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১১/অভিজিৎ দাশ
11.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-১০/অভিজিৎ দাশ
10.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৯/অভিজিৎ দাশ
9.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৮/অভিজিৎ দাশ
8.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৮/অভিজিৎ দাশ
7.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৭/অভিজিৎ দাশ
6.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৬/অভিজিৎ দাশ
5.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৫/অভিজিৎ দাশ
4.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৪/অভিজিৎ দাশ
3.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-৩/অভিজিৎ দাশ
2.উত্তরবঙ্গের পত্রপত্রিকা : এক অনুসন্ধান-২/অভিজিৎ দাশ
1.উত্তরবঙ্গের পত্রপত্রিকা :-এক অনুসন্ধান-১/অভিজিৎ দাশ
উত্তরবঙ্গের পত্র পত্রিকা : এক অনুসন্ধান/ ৬৫
অভিজিৎ দাশ
ফুলেশ্বরী নন্দিনী
'শিলিগুড়ি ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য ও পাঠচক্র' এমন একটি সংস্থা যা সাহিত্য নিয়ে কাজ করার সাথে সাথে জনকল্যাণমূলক কাজকর্মও করে থাকে। আসলে এই সংস্থা এপার ও ওপার বাংলা মিলে এক বৃহত্তর 'নন্দিনী পরিবারে'র সদস্য। এই নন্দিনী পরিবার মূলত নারীদের দ্বারা পরিচালিত হয়। তবে পুরুষরা একেবারে অচ্ছূত নয়। বিশেষ করে 'ফুলেশ্বরী নন্দিনী'র ক্ষেত্রে নারী ও পুরুষের সম্মিলিত প্রয়াস আছে।
ঢাকায় ১৯৮৩ খ্রিস্টাব্দে 'নন্দিনী সাহিত্য ও পাঠচক্র' প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সুলতানা রিজিয়া। দুই বাংলাতেই এর শাখা সংস্থা বেশ কয়েকটি আছে। আলোচ্য পত্রিকাটি শিলিগুড়ি ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক পত্রিকা 'ফুলেশ্বরী নন্দিনী'। সংস্থাটির শিশু বার্ষিক পত্রিকা 'ডাংগুলি'। এর সাহিত্য সম্পাদকমণ্ডলী সুদীপ চৌধুরী, মৌসুমী মজুমদার, সন্ধ্যা দত্ত ও চন্দনা সাহা। ২০১০ খ্রিস্টাব্দের ৮ই আগস্ট অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ২২ শ্রাবনে সংস্থাটির জন্ম হয়। ঐ বছরের ডিসেম্বরে 'ফুলেশ্বরী নন্দিনী' আত্মপ্রকাশ করে। সে সময় সংস্থার সম্পাদক ছিলেন মহুয়া চৌধুরী। এরপর থেকে প্রতিবছর নভেম্বর বা ডিসেম্বর মাসে একটি করে সংখ্যা বের হতে থাকে। সাহিত্য সম্পাদক কবিতা দাস এবং অনন্যা ভাদুড়ীর নেতৃত্বে এবং সুহাস বসুর প্রচেষ্টায় ২০১৫-এর ডিসেম্বর থেকে মাসিক সংখ্যা প্রকাশ শুরু হয়। কম্পিউটারে টাইপ করার পর জেরক্স করে ঐসব সংখ্যা বের হত। মাসিক ২ বা ৩টি সংখ্যা এভাবে প্রকাশিত হওয়ার পর সংখ্যাগুলি ছাপা পত্রিকা হিসেবে নতুন রূপ লাভ করে। একই সাথে বার্ষিক সংখ্যা প্রকাশ কিন্তু অব্যাহত থাকে।
মাসিক সংখ্যাগুলি কেবল সংস্থার সদস্যদের লেখায় সেজে ওঠে। কিন্তু বার্ষিক সংখ্যাগুলি সদস্যরা ছাড়াও আরো অনেক লেখকদের লেখায় পূর্ণতা পায়। উত্তরবঙ্গের নামি লেখকরা যেমন এতে কলম ধরেছেন ঠিক তেমনি বাংলার বিখ্যাত লেখকরাও তাদের সৃষ্টি এই পত্রিকার জন্য তুলে দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অরুণ কুমার চক্রবর্তী, কৃষ্ণা বসু প্রমুখ। পত্রিকাটির একটি বড়ো বৈশিষ্ট্য হল-- প্রতি সংখ্যায় একটি করে সাক্ষাৎকার প্রকাশ করা। এর মধ্যেই অর্ণব সেন গৌরমোহন রায়, বিমলেন্দু দাম, প্রণতি নাথ, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় চোমোং লামা সহ কয়েকজন সাহিত্যিকের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকার তো বটেই, কবিতা, গল্প, অণুগল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি ইত্যাদি "ফুলেশ্বরী নন্দিনী'তে থাকে। সুদীপ চৌধুরী সংস্থার সাহিত্য সম্পাদক থাকাকালীন পত্রিকায় ছোটোদের একটি বিভাগ যুক্ত করা হয়। পরে ছোটোদের বিভাগের পরিবর্তে তাদের জন্য আলাদা একটি পত্রিকা প্রকাশ করা হয়। ২০২০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় 'ডাংগুলি' পত্রিকা।
'নন্দিনী'র বিশেষ সংখ্যা রূপে রবীন্দ্র সংখ্যা, রবীন্দ্র-নজরুল-সুকান্ত সংখ্যা, নারী সংখ্যা, ঋতু বিষয়ক সংখ্যা প্রকাশিত হয়েছে।
পত্রিকার সম্পাদনা করতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সম্পাদকমণ্ডলী সেগুলি হল--
১/ সময় মতো লেখা না পাওয়া,
২/ ভালো মানের লেখার দুষ্প্রাপ্যতা,
৩/প্রুফ দেখার জন্য পারদর্শিতার স্বল্পতা,
৪/ আর্থিক প্রতিবন্ধকতা, ইত্যাদি।
সব প্রতিবন্ধকতাকে সামলে পত্রিকার যাত্রাপথ মসৃণ করে তুলতে সবাই প্রতিজ্ঞাবদ্ধ।
সংস্থাটি সাহিত্য পাঠ, রচনা, আলোচনা ও পত্রিকা প্রকাশ ছাড়াও রক্তদান শিবির, অনাথ ও দৃষ্টিহীনদের আশ্রম, বৃদ্ধাশ্রম, দুস্থ ও অসহায় ছাত্রছাত্রী এবং মানুষদের পাশে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এছাড়া এই সংস্থা নিয়মিত মনীষীদের জন্ম দিবস পালন করে।