সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
25.নানা রঙের গানগুলি-২৫/শৌভিক কুন্ডা

25.নানা রঙের গানগুলি-২৫/শৌভিক কুন্ডা

24.নানা রঙের গানগুলি-২৪/শৌভিক কুন্ডা

24.নানা রঙের গানগুলি-২৪/শৌভিক কুন্ডা

23.নানা রঙের গানগুলি-২৩/শৌভিক কুন্ডা

23.নানা রঙের গানগুলি-২৩/শৌভিক কুন্ডা

22.নানা রঙের গানগুলি-২২/শৌভিক কুন্ডা

22.নানা রঙের গানগুলি-২২/শৌভিক কুন্ডা

21.নানা রঙের গানগুলি-২১/শৌভিক কুন্ডা

21.নানা রঙের গানগুলি-২১/শৌভিক কুন্ডা

20.নানা রঙের গানগুলি-২০/শৌভিক কুন্ডা

20.নানা রঙের গানগুলি-২০/শৌভিক কুন্ডা

19.নানা রঙের গানগুলি-১৯/শৌভিক কুন্ডা

19.নানা রঙের গানগুলি-১৯/শৌভিক কুন্ডা

18.নানা রঙের গানগুলি-১৮/শৌভিক কুন্ডা

18.নানা রঙের গানগুলি-১৮/শৌভিক কুন্ডা

17.নানা রঙের গানগুলি-১৭/শৌভিক কুন্ডা

17.নানা রঙের গানগুলি-১৭/শৌভিক কুন্ডা

16.নানা রঙের গানগুলি-১৬/শৌভিক কুন্ডা

16.নানা রঙের গানগুলি-১৬/শৌভিক কুন্ডা

15.নানা রঙের গানগুলি-১৫/শৌভিক কুন্ডা

15.নানা রঙের গানগুলি-১৫/শৌভিক কুন্ডা

14.নানা রঙের গানগুলি-১৪/শৌভিক কুন্ডা

14.নানা রঙের গানগুলি-১৪/শৌভিক কুন্ডা

13.নানা রঙের গানগুলি-১৩/শৌভিক কুন্ডা

13.নানা রঙের গানগুলি-১৩/শৌভিক কুন্ডা

12.নানা রঙের গানগুলি-১২/শৌভিক কুন্ডা

12.নানা রঙের গানগুলি-১২/শৌভিক কুন্ডা

11.নানা রঙের গানগুলি-১১/শৌভিক কুন্ডা

11.নানা রঙের গানগুলি-১১/শৌভিক কুন্ডা

10.নানারঙের_গানগুলি-১০/শৌভিক কুন্ডা

10.নানারঙের_গানগুলি-১০/শৌভিক কুন্ডা

9.নানারঙের গানগুলি-৯/শৌভিক কুন্ডা

9.নানারঙের গানগুলি-৯/শৌভিক কুন্ডা

8.নানা রঙের গানগুলি-৮/শৌভিক কুন্ডা

8.নানা রঙের গানগুলি-৮/শৌভিক কুন্ডা

7.নানা রঙের গানগুলি-৭/শৌভিক কুন্ডা

7.নানা রঙের গানগুলি-৭/শৌভিক কুন্ডা

6.নানা রঙের গানগুলি(৬)/শৌভিক কুন্ডা

6.নানা রঙের গানগুলি(৬)/শৌভিক কুন্ডা

5.নানা রঙের গানগুলি/৫

5.নানা রঙের গানগুলি/৫

4.নানা রঙের গানগুলি/৪

4.নানা রঙের গানগুলি/৪

3.নানা রঙের গানগুলি/৩

3.নানা রঙের গানগুলি/৩

2.নানা রঙের গানগুলি/২

2.নানা রঙের গানগুলি/২

1.নানারঙের গানগুলি/১

1.নানারঙের গানগুলি/১

27-April,2023 - Thursday ✍️ By- শৌভিক কুন্ডা 582

নানা রঙের গানগুলি(৬)/শৌভিক কুন্ডা

নানা রঙের গানগুলি(৬)
শৌভিক কুন্ডা
--------------------------

নানা কারণে "নানা রঙের গানগুলি" নিয়ে আসতে পারছিলাম না প্রিয় অঙ্গনটিতে। সব গুছিয়ে গাছিয়ে আবার কলম ধরা। এবার চেষ্টাটুকু অন্তত থাকবে ধারাবাহিক হতে পারার। 


 সালটা সঠিক মনে নেই। তবে আটের দশকের মাঝামাঝি অবশ্যই। '৮৪ বা '৮৫ হওয়ার কথা। কলেজ সোশ্যাল। পূরবী মুখার্জি আসবেন, বহিরাগত শিল্পী। এ নামে একজনকেই তখন জানতাম, রবীন্দ্রনাথের গান গাইতেন। শুনলাম ইনি তিনি নন। কলেজের বন্ধুদের উদ্বোধনী গান, নৃত্যনাট্যের পর পূরবী উঠলেন মঞ্চে। টেবলের ওপর হারমোনিয়াম। দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবেন। শুরু করলেন একটা অন্যরকম গান দিয়ে। হেমাঙ্গ বিশ্বাসের, শঙ্খচিল। একটু চমকে গেলাম। তারপর "নাম তার ছিলো জন হেনরি।" চমক বাড়লো। যাঁরা সোশ্যালের শিল্পী আনার দায়িত্বে, অর্থাৎ স্টুডেন্টস ইউনিয়ন, দক্ষিণ পন্থী। অথচ ইনি তো গাইছেন লাল পার্টির গান! অন্তত এ গানগুলোর ডাকনাম অত্যন্ত তুচ্ছ আমার কাছে, আমাদের কাছে এমনই ছিলো।  সে সময় অবশ্য, অন্তত সাহিত্য-সংস্কৃতির আঙিনায়, শিল্পী বা সৃষ্টির গায়ে তকমা থাকলেও গ্রহণের ক্ষেত্রে এই গণতান্ত্রিক পরিসরটা ছিলো। ধন্যবাদ সেদিনের আয়োজকদের। একজন অসামান্য শিল্পীর গান শোনার সুযোগ করে দিয়েছিলেন তাঁরা। কিন্তু আজ পূরবী মুখার্জিকে নিয়ে লিখতে বসি নি। সেদিন শোনা একটি গান নিয়ে বলতে চাইছি। কথাগুলো সব মনে নেই, কিন্তু ফিরে ফিরে আসা একটি চলন প্রায় চার দশক পেরিয়ে আজও মনে আছে। 

"সেইখানে, সেই ঘর পানে
আজ যে আমার মন টানে 
আছে ছোট্ট মেয়ে 
সেই পথ চেয়ে 
আসবে মা তার গান গেয়ে।"

পরবর্তীতে ক্যাসেটে শুনেছি এ গান, রঞ্জন প্রসাদের গলায়, 
"কোন সুদূর 
সেই স্বপ্নপুর....."
সুর এক হলেও কথায় ভিন্নতা ছিলো। রঞ্জনের এই গান জনপ্রিয়ও হয়েছিল খুব। কিন্তু আমার মনে গেঁথে রইলো পূরবীর গাওয়া ঐ ফিরে ফিরে আসা স্তবক। একটা বিষাদ যেন সুরের কাঁধে ভর দিয়ে ছড়িয়ে পড়ছিল কলেজের বিশাল খোলা মাঠে। সে রাতের পর, এ গান আমার মনখারাপের সঙ্গী হয়ে থাকতো বহু বহু বছর। 
পাশ্চাত্যের গানবাজনা সম্পর্কে তেমন উৎসাহ ছিলো না আমার। সুতরাং,  ধ্যানধারণাও না। হঠাৎই বন্ধু মনা, দেবাশিস বিশ্বাস আরও কিছুদিন পর, একটা ইংরেজি গান আওড়াচ্ছিলো, খুব চেনা সুর। কান পেতে বুঝলাম, আরে এ তো আমার সেই মনখারাপের গান! ওর মুখ থেকেই জানলাম এ গান জামাইকা ফেয়ারওয়েল নামে বিখ্যাত, গেয়েছেন হ্যারি বেলাফন্তে, যে গানের শুরু এইভাবে,
"Down the bay
Where the nights are gay.....".

এবার তো পুরো গান শুনতেই হবে। ক্যাসেট যোগার করে সেই প্রথম হ্যারি বেলফন্তের গান শোনা। বারবার করে এই জামাইকা ফেয়ারওয়েলই। আর অবাক হয়ে বুঝতে থাকলাম, আমাকে ঘিরে রাখছে
"But I am sad to say
That I am on my way
Wont be home for
Many a day
My heart is down
My head is turning around
I had to leave a little girl
In Kingston town" এই জায়গাটাই!

Belafonteএর বহুস্পর্শী জীবন গতির সম্পর্কে জেনেছি আরও পরে। শুনেছি তাঁর আরও কিছু গান। অবশ্যই বিখ্যাতগুলো, Matilda, Banana boat, ইত্যাদি। কিন্তু সদ্য তারুণ্যে শোনা জামাইকা ফেয়ারওয়েল এমনভাবে ছুঁয়ে আছে এখনও, পৃথিবীর অগণিত মানুষের মতো, আমৃত্যু যা ছুঁয়েই থাকবে। যদিও যিনি চিরস্থায়ী হয়ে থাকবেন এই গানটির সাথে সাথে, তাঁর উদ্দেশ্যে বলতেই হচ্ছে, 
" Farewell, Belafonte!"

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                            software development company in siliguri,no 1 software
                            development company in siliguri,website designing company
                            in Siliguri, website designing in Siliguri, website design
                            in Siliguri website design company in Siliguri, web
                            development company in Siliguri