সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
30-August,2023 - Wednesday ✍️ By- অমিত কুমার দে 492

জন্মদিন/অমিত কুমার দে

জন্মদিন
অমিত কুমার দে

তোমার আঙুলে বেজে উঠুক আনন্দভৈরবী
আমি অনন্তের দিকে হাঁটি -
           মৃত্যুকে সুন্দর করে দাও, রাজেশ্বরী।

আমার জন্য তুমি আগুন ছুঁয়ে
নিজেকেই একটা চিরন্তনী ভাস্কর্য গড়ে ফেললে
              অন্ধকার কীভাবে রাখীপূর্ণিমা হয়ে যায়
তোমার শরীর থেকে উঠে আসে আমার মা
গোবিন্দভোগের ঘ্রাণের সঙ্গে বেজে ওঠে মাঙ্গলিক
আমার জন্য তুমি শারদীয়া হয়ে উঠলে
আমি এখনো একটা না-ফুরোনো কাশবন হয়ে যাই!

এক যুগ ধরে তুমি আমার জন্য
একটা পাঞ্জাবী বুনে চলেছ তোমার তাঁতঘরে
নকশায় এঁকেছ বাংলা বর্ণমালা
কলারের রঙে মিশিয়ে দিয়েছ কবিতার ব্যাকরণ
আমি সমস্ত কিছু হারাতে হারাতেও বৃক্ষ হয়ে যাই
                                                তোমাকে ভালোবেসে।
আমাকে আরো সারল্য দাও, রাজেশ্বরী
আমি একটা আঁকাবাঁকা শ্যামল রাস্তা হতে থাকি 
                শুধুমাত্র তোমার পায়ের ছাপ পড়বে বলে।

তুমি কে? তোমার অবয়ব আর কারো নয়!
তুমি কে? তোমার প্রতিটি রোমকূপ আমার!
তুমি কে? তোমার শাঁখে ফুঁ দিলে একমাত্র আমি বেজে উঠি!
তুমি কে? আমার অন্তহীন বিষণ্ণতার সর্বশেষ ঠিকানা তুমি!
তুমি কে? তোমাকে খুঁড়তে খুঁড়তে 
একদিন আমি মৃত্তিকার প্রান্তে পৌঁছব ঠিক!

আমার সমস্ত মেঘলার ওপর "শুভ জন্মদিন" লিখে
তুমি কুয়াশায় মিশে যেতে যেতে বলো - 
"আর-জন্মে একটা সীমানাবিহীন সেগুনের বন
আর একটা নদীঘেঁষা পর্ণকুটীর তোমার জন্য রাখলাম!
তোমার পুনর্জন্ম হোক রাখালবালক!"

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                            software development company in siliguri,no 1 software
                            development company in siliguri,website designing company
                            in Siliguri, website designing in Siliguri, website design
                            in Siliguri website design company in Siliguri, web
                            development company in Siliguri