সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
23-August,2023 - Wednesday ✍️ By- অমিত কুমার দে 478

দুর্গা-টুনটুনি/অমিত কুমার দে

দুর্গা-টুনটুনি
অমিত কুমার দে

যতটাই সহজের কাছে যেতে চাইছি আমরা
ততটাই দুর্বোধ্য হয়ে যাচ্ছি কেন!
তুমি কোন চাঁদে পা নামাতে নামাতে
ছিটকে পড়ছ সমান্তরালের বাইরে
তোমার টুকরো টুকরো কলকবজা
আমার চেনা চেনা লাগলেও 
চাঁদের মাটিতে নেমে তাদের জোড়া লাগাবার সাধ্য নেই!

রাজেশ্বরী, সেসব সহজ সহজ দিন
সেসব সহজিয়া ভোর বা বিকেল
সহজপাঠের মতো মসৃণ রাত্রি গড়ানো
কিংবা সহজ মেঘের মতো কান্নার ঝাপট
সহজী হাওয়ার মতো এলোমেলো গান
সব কিছু যদি এইভাবে জটিলের দিকে হাঁটে
আমাদের দিনরাত্রি কিংবা রাত্রিদিন মুখ থুবড়ে পড়ে যায় নগ্ন সড়কে!

কিংবা আমাদের কি আদৌ কোথাও সহজ ছিল না?
মেঘবাদলের তেপান্তর বা উড়ো নদীর নিরুদ্দেশ
সত্যিই কি আমাদের ছিল না মেয়ে?
কোনো এক বিকেলের হাতে ধোয়া রুমাল দিয়ে
বলেছিলাম “ওকে দিয়ে দিস, কান্না মুছবে”
খেলাপী বিকেল রাত্রির কাছে বিক্রি হয়ে গেলে
আজন্ম ভিখেরী এক এলেবেলে কিশোর কার কাছে জানাবে নালিশ?

নিরপরাধ সহজের বিকল্প রাস্তা নেই।
সহজ বর্ণমালার ওপর ভোরবেলা
দুর্গা-টুনটুনি এসে বিস্তর কথা বলে যায়
অতটুকু শরীরেও কত কত মায়াময় ফুলেদের মধু 
কন্ঠস্বরে সহজিনী দেয়াদের অবিরাম ডাক
ঠিক যেমনটা একদা তোমার ছিল ভোর হতে শেষ রাত্তির
পাল্টাবারও সময় দিয়ে হয়, বদলে যেতে হলেও একটা সহজ চিহ্ন রেখে যেতে হয়। 


আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                            software development company in siliguri,no 1 software
                            development company in siliguri,website designing company
                            in Siliguri, website designing in Siliguri, website design
                            in Siliguri website design company in Siliguri, web
                            development company in Siliguri