উত্তরোত ঝরি নামিলে/রণজিৎ দেব
উত্তরে বৃষ্টি এলে
রণজিৎ দেব
উত্তরে বৃষ্টি এসেছে, বৃষ্টি নয় তো একে আমরা বলি 'সাতাউ'
১৫ দিন অথবা এক মাস বৃষ্টি ঝরে, সংগে থাকে হিমেল বাতাস-
এবার তুমি ঘর বন্দী, ঘরবন্দী না জলবন্দী! পাখিরা সব কার্ণিশে বসে আকাশ জুড়ে মেঘ ছুটছে
কোথায় যাবে ওরা, ফুন্টসোলিং না দার্জিলিং?
উত্তরে বৃষ্টি এসেছে পাতায় পাতায় হাওয়া দুলছে
দুলছে বুঝি মন, বাইসনের তাড়া খেয়ে হরিণ ছুটছে
বনের ঝোরায় ফুঁসে উঠছে জল কূল ছাপাবে
পারবে কি সে ভাঙতে ওরা পাতায় মোড়া বনের আড়াল!
উত্তরে বৃষ্টি এলে রহস্যময় অন্ধকারে মনে হয়
এ বৃষ্টি থামবে কখন? ফিসফিস শব্দ ওঠে গভীর গহনে
লতা-গুল্ম থেকে গন্ধ আসে, এ এক নেশার মতো
মনে হয় ঘুমিয়ে যাই, এখন সাতাউ চলছে যেহেতু তুমিও ঘরবন্দী আছো!
----------------------------------- -----------------------
উত্তরোত ঝরি নামিলে
রণজিৎ দেব
উত্তরোত ঝরি নামিসে, ঝরি নাহয়, হামরা কই 'সাতাও'
১৫দিন নহয়, একমাস ঝরি থাকিবে
নগত থাকিবে কনকনা বাতাস
এলা তুই ঘরোত বন্দি, ঘরোত বন্দি না জলোত বন্দি?
পখিলা সোগায় ঝালিত বসি আছে,
দ্যাওয়াখানোত ক্যামন ম্যাঘ দৌড়াছে
কোটে যাবে উমুরা? ফুলসিলিং না দাজ্জিলিং?
উত্তরোত ঝরি নামিসে, পাতগিলাত বাতাস ঢুলানি খেলাছে
মনটাও বোদায় ঢুলেছে, বাইসনের পিটটান খায়া হরিন দৌড়াছে
বোনুয়া ঝোরাত ফুলি উটেছে জল, পাড়ি ভাসাবে
উমরা কী ভাঙির পাবে পাতোত ঢাকা ফারাসের আওডাল?
উত্তরোত ঝরি নামিলেআন্দাসা আন্দাসা আন্ধারোত মনটা কয়
ঝরিখান থামিবে কত্থন? ফুসফুসানি আওয়াজ আইসে কুনবা ভিতিরা থাকি
গছবাড়ি থাকি এখেনা গোন্ধ আইসে, নিশার মোতোন করি
মনটা কয় নিন্দে পারোং,
যাহাতুক তুইও এলা ঘরোত বন্দি আছিস।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴