বাংড়ি তিতি হাউড়ি শেষে/২২
বাংড়ি তিতি হাউড়ি শেষে
পর্ব-২২
মিশা ঘোষাল
***********************
প্রমিলা টোটোর বাড়িতে একদিন
তারিখ :১৫.০৮.২০২১
প্রকৃতির
টানে টোটোপাড়ায় ঘুরে বেড়াতে গিয়ে এদিন পৌঁছে যাই প্রমিলা টোটোর বাড়িতে।
প্রমিলা তখন তাঁর 'নাইকোসা'য় (টোটোঘরে) বসে কিছু রান্নার কাজ করছিল। আমাদের
দেখতে পেয়ে এগিয়ে এসে নীচে নামল। উন্মুক্ত আকাশ, প্রাণখোলা বাতাস আর
হিস্পা পাহাড়!
রোহিত টোটো ও প্রমিলা টোটোর এই বাড়িতে
আরও কিছু দেখতে পেলাম। সামনেই ছিল একটি টুঙ বা গাছবাড়ি। রাত বিরেতে হাতির
পাল আর বুনো বাইসন আর গন্ডারের আক্রমণ থেকে রক্ষা পেতে গাছবাড়িতেই তাঁদের
ভরসার জায়গা। একটি নিরাপদ আশ্রয়স্থল। ভুটান পাহাড় থেকে ছুটে আসা ঠান্ডা
হওয়ার দাপট আর তুমুল বৃষ্টির ছাট থেকে রক্ষা পেতে নাইকোসা (টোটোঘর) হল একটি
অতি উপযুক্ত আশ্রয়স্থল এখানকার।
পাশে রয়েছে একটি
মুরগির একচালা ঘর। সেখানে বেশ কিছু মুরগির হাঁকডাক! একপাশে মারুয়ার ক্ষেত ও
অপর পাশে শূকর প্রতিপালনের একটি জায়গা। একটি কাদা গোলা জলের গর্তে ছিল
সেখানে। দুটি শূকর আর একটি শূকরের বাচ্চা দেখতে পেলাম সেখানে কাদার মেখে
গর্তের জলের ধারে শুয়ে আছে। নাইকোসার বারান্দায় অনেক অ্যালুমিনিয়ামের কলসি
ও হাড়ি রাখা ছিল। বাঁশের ডোকোগুলি (বাঁশের তৈরি ঝুড়ি) সাজিয়ে রাখা ছিল
একটির পর একটি। কলসিগুলি নিয়ে পাইপলাইন থেকে জল তুলে এনে নাইকোসার
বারান্দায় সাজিয়ে রেখেছিল প্রমিলা। এমনিতেই জলের খুব সমস্যা টোটোপাড়ায়।
ভুটান পাহাড়ের ঝোরার জল পাইপলাইন করে এখানে সরবরাহের ব্যবস্থা করা আছে।
একটু দূরে জলের কল। সেখান থেকেই জল এনে এই হাঁড়ি ও কলসিতে ভরে রাখে
প্রমিলা। ওদের বাড়ি থেকে বেশ একটু দূরে একটি PHE র রিজার্ভারও রয়েছে। সেখান
থেকেও জল আনে প্রমিলা, যখন ঝোরার জলের পাইপ লাইন কোনো কারণে আটকে যায় বড়
গাছ পড়ে বা পাহাড়ে পাথরের ধ্বস নেমে এলে। অদূরেই চোখে পড়ল হিস্পা পাহাড়।
সূর্যের আলো এসে প্রতিফলিত হয়ে ফিরে আসে হিস্পা পাহাড় থেকে। এমনই একটি
জায়গায় প্রমিলা ও রোহিত টোটোর বাড়ি। নীচে তোর্ষার বয়ে চলার দৃশ্য !
বাঁশবাগানের পাতায় পাতায় বাতাসের ফিসফাস!
সশব্দে প্রাণবায়ু প্রবাহিত...
মাটিতে আদিম সুগন্ধ !
বিমোহিত প্রকৃতি নি:শব্দে যত কথা লিখে রাখে টোটোপাড়ার আকাশে বাতাসে, সেই কথাগুলিই টোটো গানের সুরে গেয়ে ওঠে ঐ টোটো কিশোর...
টোটো কবি সনের ভাষায়,
"নাইপারোকা নাইপারো, ফুমজাকো লেডি লেমসা
তিমপারোকা তিমপারো, হিনি ইয়াম্বি তাংসা হোইমসা"...
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴