বিবর্তনের পথে শহর দার্জিলিং-১৯/রূপন সরকার
বিবর্তনের পথে শহর দার্জিলিং, পর্ব-১৯
রূপন সরকার
ভারতের ইউরোপীয় নাগরিকরা, যারা তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিলেতে পাঠাতে পারতেন না, তারা এই সমস্ত পার্বত্য শহরে নিজেদের সন্তানদের শিক্ষা দানের ব্যবস্থা করতে থাকেন। এমনিতেই দার্জিলিং ছিলো তাদের পছন্দের তালিকায়, এর সাথে যুক্ত হয় পাশ্চাত্ত্য শিক্ষালাভের সুযোগ। সুতরাং ইউরোপীয় আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সঙ্গতি রেখেই দার্জিলিংয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে উঠতে থাকে। ইউরোপীয় নাগরিকদের ছেলেমেয়েদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে স্কুলগুলি তৈরি হলেও প্রতিষ্ঠিত ভারতীয়রা, যারা এই সমস্ত স্কুলে পড়ার খরচ বহন করতে পারতো, তারাও এই সমস্ত স্কুলে পড়ার সুযোগ পেত।
এক্ষেত্রে প্রথম যে শিক্ষা প্রতিষ্ঠানটি শহরের বুকে আত্মপ্রকাশ করে সেটি হলো লোরেটো কনভেন্ট। ১৮৪৬ সালে চা ব্যবসায়ী মি: উইলিয়াম মোরান সাহেব (Mr. William Moran) তৎকালিক জেলা জাজ মি: লাগনান (Mr. R J Laughnan) এবং ক্যাপ্টেন সামব্লের (Capt. Sambler) অর্থানুকুল্যে লোরেটো কনভেন্টের প্রথম কাঠামোটি তৈরি করেছিলেন। পরবর্তীকালে ১৮৯২ সালে নতুন করে বর্তমান কাঠামোটি তৈরি করা হয়। মাদার টেরেসা মোন (Mother Teresa Mon) ছিলেন এই স্কুলের প্রথম অধ্যক্ষা। আলাদাভাবে এই স্কুলটি গড়ে তোলার ইতিহাস অনুসন্ধান করলে দেখা যাবে যে, প্রাথমিক পর্যায়ে নানা রকম আর্থিক ও অন্যান্য প্রতিকূলতা স্বত্ত্বেও লোরেটো কনভেন্টের দায়িত্বপ্রাপ্ত সন্যাসীরা সমস্ত রকম বাঁধা অতিক্রম করে স্কুলটিকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দান করেছিলেন। স্কুল গড়ে তোলার জন্য শুরুর দিকে দায়িত্বপ্রাপ্ত সন্যাসীদের উদ্যোগ ও ত্যাগ মনে রাখার মতো। ইউরোপীয়ান স্কুলের পাঠ্যসূচিকে সামনে রেখেই স্কুলের পাঠ্যসূচী তৈরি করা হয়েছিল। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, খেলাধুলো তথা ধর্মীয় ও নৈতিক শিক্ষাও প্রদান করা হতো স্কুলটিতে।
দার্জিলিং শহরে দ্বিতীয় স্কুলটি ছিল সেন্ট পলস্ স্কুল। ১৮৪৫ সালে কোলকাতায় স্কুলটি প্রতিষ্ঠিত হলেও ১৮৬৪ সালে স্কুলটি দার্জিলিং শহরে স্থানান্তরিত হয়। ঐ নির্দিষ্ট বছরে এই স্কুলের ছাত্র সংখ্যা ছিল ৩০ জন। কোলকাতার বিশপের নেতৃত্বে একটি কমিটি দ্বারা স্কুলটি পরিচালিত হত। কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্থানীয় শিক্ষা সংস্থার প্রেসক্রিপশনের সাথে ইংলেন্ডের চার্চের ধর্মীয় নীতির অনুশাসনের সমন্বয়ে এই স্কুলের পাঠ্যসূচী তৈরি করা হয়েছিল। পড়াশোনার পাশাপাশি ভারতে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হোতো। স্থিতিশীলভাবে শুরু হলেও মি: আর কার্টারের নেতৃত্বে সেন্ট পলস্ স্কুল একটি নির্দিষ্ট উচ্চতা লাভ করেছিল। মি: আর কার্টার ১৮৭৮ সাল থেকে ১৮৯৯ সাল পর্যন্ত স্কুলটির অধ্যক্ষের দায়িত্ব সামলেছিলেন। তাঁর আমলে স্কুলটির ছাত্রসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্কুলটিতে কিছু নতুন বিল্ডিং যেমন চ্যাপেল, হসপিটাল, জিমখানা এবং একটি খেলার মাঠও সংযোজিত হয়।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴