দূরে ও কাছে/সুজিত অধিকারী
দূরে ও কাছে
সুজিত অধিকারী
এই মায়াচ্ছন্ন মুখগুলো থেকে যতদূরে যাওয়া যায়
ততই ভালো
মাঝে মাঝে মন খারাপ হলে তোর্ষার ঢেউ দেখি
কীভাবে ডুবে ভেসে ওঠে নৌকা ও নীল আকাশ
একস্থান থেকে অন্যস্থানে বদলি হলে যেরকম একটা প্রস্তুতি পর্ব, নতুন বন্ধুর খোঁজ
সেরকম একটি মানুষ মৃত্যুর কাছে যাওয়ার প্রস্তুতিপর্ব
ধীরে ধীরে করতেই থাকে
বাঁধা হয়ে দাঁড়ায় ওই মায়াচ্ছন্ন মুখগুলো তার সাথে সাথে দুঃখগুলো তরতাজা হয় কীভাবে মৃত্যুর পর বেঁচে থাকা যায় কবিতায় তার বীজ বপন করি
আদিবাসী বস্তি থেকে রাজবাড়ির পার্ক, প্রিয় ফুল,
ফুটবল, ঝড়ের রাত, প্রতিবাদী মিছিলে ঘুরেছি অনেক একটি কবিতার জন্য
আর ওই মায়াচ্ছন্ন মুখগুলো থেকে যত দূরেই যাই
তারা খুব কাছের হয়ে ওঠে।
------------------------------------------------------------
দূরন্তরিয়াত আর বগলোত
সুজিত অধিকারী
এইলা মায়ানাগা মুখগিলা থাকি যত দূরোত যাওয়া যায়
ততই ভাল
মাজে মোইদ্যে মনখারাপ নাগিলে তোষ্যার ঢেউ দেখং
ক্যাংকরি ডুবিয়া ভাসি উটে নৌকা আর নীল দ্যাওয়া
এক জাগা থাকি ওইন্য জাগাত বোদলি হইলে
যেমতোন একটা নয়া করি শুরু করির গোছন-গাছোন, নয়া করি বন্দু চান্দানি
সেমতোন একটা মানসি মরণখানের বগল যাবার গোছন-গাছন করে
আস্তে ধীরে কোইত্যেই থাকে
বাদা হয়া খাড়া হয় ওইলা মায়ানাগা মুখগিলা
তার নগে নগে দুঃখগিলা জ্বলজ্বলা হয়
ক্যাংকরি মরির পরেও বাঁচি নোওয়া যায়
কবিতাত তারে বীচন ফেলাং
আদিবাসী বস্তি থাকি আজবাড়ির পার্ক,
পিও ফুল
ফুটবল, দুনের আতি, পোতিবাদী মিছিলোত
বেড়াসুং মেলায় একটা কবিতার বাদে
আর ওইলা মায়ানাগা মুখগিলা থাকি যতই দূরোত যাং
উমরা আরো বগলের হয়া উটে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴