বাংড়ি তিতি হাউড়ি শেষে
পর্ব-১৭
মিশা ঘোষাল
**********************
"টোটোপাড়া" : আদিম টোটোদের আবাসভূমি
টোটোপাড়া যেন হিমেল হাওয়ায় মিষ্টি পাখির ডাক!
যেন গলা ছেড়ে রোজ 'ইস্টিকুটম' বলা চাই !
যেন বাতাসের কথা শন শন শুনে যাই-
যেন
'ডেমসা'তে ঐ মাদলের গান গাই... এখানে ঘরের চালে বাসা বেঁধে থাকে
"ইস্টিকুটম" পাখি নিজেই। ভোরের আলো ফুটতেই বলে ওঠে,
"ইস্টিকুটুম","ইস্টিকুটুম"...
এ যেন টোটোপাড়ার নিয়ম !
এখানে ঘন বনাঞ্চল জুড়ে সবুজের সাতকাহন, ঝোরার জলের কলকল খলখল... আকাশে ওড়ে সাদা বক, পায়রা...
সাদা সাদা, যেন শান্তির দূত ওরা। উড়ে যায় দূরে পাহাড়ের প'রে, কত যে শান্তি লেখা!
প্রজাপতিদেরও এখানে রঙিন যত পাখা-
'পাশাখা' পাহাড়ের ঢালে অর্কিড আর ক্যামেলিয়াদের মেলা! তার মাঝে এই আদিম টোটো জাতির যত কথা!
নেই এখানে অন্যায়, কোলাহল কোনো, অপার নীরবতা!!
টোটোপাড়ায়
সূর্যোদয়ও হয় খুব তাড়াতাড়ি । পাহাড়ের ঢাল বেয়ে নামে সূর্যের সোনালী রঙের
ছটা। মারুয়ার নরম সবুজ পাতা আর ভূট্টার ক্ষেতে (টোটো ভাষায় 'মেম্বে') টোটো
কিশোরীর চলা... সেই কন্যার মুখে পাহাড়ি আদিম সুর ও ছন্দ লেখা, ওর নিশব্দ
বিচরণেও যেন খুঁজে পাই কিছু ভাষা।
পাহাড়ের ঢাল বেয়ে
যখন উপরে ওঠানামা করে সেই মেয়ে, ঝুম চাষের ফসল তুলে আনে ডোকো (ঝোলানো বাশের
ঝুড়ি) মাথায় করে, নীচে নামার ভঙ্গিতেও থাকে টোটো নৃত্যের প্রতিফলন-
প্রতিটি পদক্ষেপেই সেই মেয়ের আদিম নৃত্যের কলা!
এ যেন সত্যিই এক অচেনা জগৎ! অসাধারণ এই কথা বলার ভাষা। এই ভাষা আদিম টোটো ভাষা। এতদিন এই টোটো ভাষার কোনো হরফ বা লিপি ছিল না।
অতি
সম্প্রতি টোটো ভাষার এই লিপি ও হরফ টোটোপাড়ার বিশিষ্ট কবি ধনীরাম টোটো
নিজেই আবিস্কার করেছেন। তাঁর সাথে কাজ করেছেন অস্ট্রেলিয়া থেকে আগত একজন
Linguist,
টোটো হরফও প্রবীণ এই ধনীরাম টোটো নিজের
ব্যক্তিগত উদ্যোগে আবিষ্কার করেছেন সম্প্রতি। এখন শুধু অপেক্ষা এই টোটো
হরফ ও লিপির মান্যতা পাওয়ার!
টোটোদের
সমাজ মাতৃতান্ত্রিক। এখানে টোটোপাড়ায়, টোটো সমাজব্যবস্থায় পণপ্রথা নেই।
প্রেম ঘটিত বিবাহের ক্ষেত্রেও অন্য নিয়ম এখানে। কোনো বকা ঝকার বালাই নেই।
উল্টে বিবাহের আবেদন নিয়ে মেয়ের বাড়িতে আসতে হয় ছেলেপক্ষকে।
ছেলের বাবা, মা ও আত্মীয় পরিজনকে মেয়ের বাড়িতে এসে প্রার্থনার স্বরে চেয়ে নিতে হয় তাঁদের মেয়েকে বধূ হিসেবে।
কোনো
টোটো মেয়েকে নিজেদের ছেলের বধূ হিসাবে পাবার জন্য অনুরোধ জানাতে হয় ছেলের
মা-বাবাকে, মেয়ের বাড়িতে এসে। নিজেদের সাধ্যমত উপহার সামগ্রী নিয়ে মেয়ের
বাবা-মায়ের সামনে করজোড়ে দাঁড়িয়ে ছেলে-পক্ষকে বলতে শোনা যায়,
"আপনাদের মেয়ে আমাদের বাড়িতে বধূ হয়ে এসেছে। আপনারা এই বিবাহে সম্মতি দিন ও আমাদের এই উপহার সামগ্রী গ্রহণ করুন এই শুভ কাজের জন্য"।
এমনটাই নিয়ম টোটোপাড়ার টোটো সমাজে।
এখানে ভোর হয় খুব তাড়াতাড়ি, আর রাতও তাই আসে তাড়াতাড়ি। সেইজন্য ঘুমোতে যাওয়াও তাড়াতাড়ি।
এখানে সূর্যের আলোর প্রতিফলিত হয়ে ফিরে আসে সবুজ হয়ে গাছপালার থেকে। অসামান্য সেই ছবি!
যেন রোদের আলোর ঝলমলে কোনো রঙ-
যেন মিলেমিশে থাকা সবুজের শিহরণ
যেন বেনেবৌ আর পানকৌড়ির মেজাজ-
যেন আলিখিত এক উপন্যাসের প্লট !
রৌদ্রজ্জ্বল
এই গ্রাম, নাম তার টোটোপাড়া। আদিম উপজাতি টোটোদের আবাসভূমি। এখানে খেলা
করে মুক্ত প্রাণচঞ্চল সতেজ বাতাস- দূষণমুক্ত সেই বাতাস।
যেন চির সবুজের ছবি আঁকা পথ ঘাট-
যেন অবাক চোখের দৃষ্টি এলোমেলো,
যেন অচেনা হাওয়ায় মিষ্টি ছুঁয়ে যাওয়া...
যেন নিবিড় করে ভালোবাসার ছন্দে জাগা পাখি যেন কত কী যে লেখা অচেনা বুনো পথ-
টোটোদের ঐ আদিম কথার রব!
এখানে
অল্প পরিসরে, অল্প মানুষের বাস। বর্তমানে টোটোদের সংখ্যা একটু বেড়েছে।
১৫৮৫ জন। টোটোরা আদিমতম জনজাতিদের মধ্যে অন্যতম একটি জনজাতি। এদের
পাশাপাশি এই গ্রামে কিছু নেপালী, মেচিয়া, লেপচা, তামাং ও ভুটিয়া জনজাতির
মানুষের বাস এই টোটোপাড়ায়। এদের মধ্যে নেপালীরাই সংখ্যাগরিষ্ঠ এখানে।
টোটোরা ইন্দো-মঙ্গোলয়েড গোষ্ঠীর। চোখে মুখে সরলতার ছাপ। ইন্দো মঙ্গলয়েড
গড়নে টোটোদের চোখ একটু ছোটো, কপাল চওড়া কিন্তু রঙ ফর্সা এদের। মুখমন্ডলে
সম্পূর্ণ আদিম মঙ্গলয়েড গোষ্ঠীর ছাপ!
টোটোজনজাতি বলে চিহ্নিত এরা যুগ যুগ ধরে। আদিম রহস্যের রক্ত এদের ধমনী ও শিরায় শিরায় প্রবাহিত। এ যেন আদিম কথার গল্পের আলফাজ !
টোটোপাড়া মানে শতায়ু দেখা টোটো-পূজারীর আদিম গলার স্বর-
টোটোঘরে থাকা "লাসে টোটো"র আদিম গলার স্বর-
তাঁর মন্ত্র পড়ার ছন্দে ভরা টোটোপাড়ার এই বাতাস-
তাঁর সুরে সুরে আঁকা ভরাট টোটো গান...
যেন ঝোরার জলের কলকল কলরব !
মারুয়ার ক্ষেতে টোটো রমনীর চাল, তাঁর কোমল হাতের তালুর কোনো ছাপ-
মাথায় ডোকো, শিমূল আলু, কচি সজনার ডাল-
বৃষ্টির সেই ছন্দে ভেজা লিপি...
টোটোপাড়া মানে, সত্যজিতের লেখা একটি টোটো গান...
"সানি তারি ইয়োঙ্কো তোইটা
ইয়াংম্বি ইয়াংম্বি এন-তাওয়া লোইটা
জেজেংকোয়া ইয়োংকো লোই
মোতো না ইবেওয়া
ইয়াংম্বি তাংসা ইচোরাংগা
ইয়াংম্বি ইয়াংম্বি মাসা শুড়ো
তানাং তানাং ইয়াংনে দো ইয়াংম্বি
তাংসা হি টুং সিতা এড়ো
সানি তারি ইয়োংকো তোইটা...
ইয়াংবি ইয়ুংমি ইয়াগো কলিটা
ই এং তাওয়া লোইতা
নিনা ইটা মুদিনেপ্রাবি
আভি তাংসা ইয়োংকো বাড়বি
সানি তারি ইয়োংকো তোইটা...