ধৃতরাষ্ট্র/রানা সরকার
ধৃতরাষ্ট্র
রানা সরকার
শিশুঝুমড়া গ্রামের প্রাচীন মানুষটির সঙ্গে
সেই প্রথম দেখা হয়েছিল আমার;
গুহামানবের ছবি ইতিহাসের পাতায় দেখে
যেভাবে রোমাঞ্চিত হয়েছিলাম,
তাৎক্ষণিক ভাবনা থেকে আজও সে আমার কাছে
এক প্রাজ্ঞ কালপুরুষ।
ঢেউয়ের দোলার মতো ভেসে ওঠা বলিরেখা
দূরের চাহনি, শর্তহীন সঁপে দেয়া জীবন...
শেষ পরিক্রমণের পরেও চেয়ে দেখে অন্তহীন পথ।
সঠিক কোনও উত্তরের প্রত্যাশা ছিল না তার কাছে আমার...
শুধু বলেছিলাম, আপনি কি দেখতে পারেন?
অপারগ দৃষ্টি নিয়েই বৃদ্ধ আমাকে শনাক্ত করে বললেন
এই ক্ষীণ চাহনিতে তোমাকেই চিনতে পারছিলাম না
ধর্মযুদ্ধের বার্তা নিয়ে তুমি তো সঞ্জয় এখন;
বৃদ্ধ ধৃতরাষ্ট্রের প্রতি আর কি শোকবার্তা আছে?
---------------------------------------------------------------
ধিতরাষ্ট
রানা সরকার
শিশুঝুমড়া গেরামের আগিলা কালের মানষিটার নগত
সেলায় পত্থম দেকা হইসে মোর;
গুহা মানষির ছবিখান ইতিহাসের পাতাত দেকি
যেংকরি গাও ডিকরি উঠিসে, সেল্লাকারে
ভাবনা থাকি উনায় আজিও মোরঠে এক জ্ঞানী কালপুরুষ।
ঢেউয়ের দোলানির মতোন ভাসি উটা বয়সের দাগ
দূরন্তরিয়া নজর, গোতান করি সোঁপি দেওয়া জেবন
শ্যাষকালোত আসিয়াও চায়া দ্যাখে, না ফুরান্তি আস্তা।
সটিক কোনো উত্তর আশা ছিল না উনারটে মোর............
খালি পুছিলুং, তোমরা কী দেকির পান?
দেকির না পাওয়া চোখু নিয়ায় মোক চিনির পায়া কোইল
এখিনা ছোট নজরোত তোমাকে চিনির পাছোং না
ধর্মযুদ্ধের খবর নিয়া তোমরা তো সঞ্জয় এলা:
বুড়া ধিতরাষ্টর জোইন্যে আরো কী দুঃখের খবর আছে?
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴