বাংড়ি তিতি ও হাউড়ি শেষে
পর্ব - ১৫
মিশা ঘোষাল
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
টোটোদের পাড়া
নীলাকাশ তলে টোটোদের পাড়া, মেঘে ঢাকা ঐ কুয়াশায় ভরা-
ঝোরার জলের কলকল কথা, ভুটান পাহাড় তিন দিকে ঘেরা...
আশ্রয় যেথা আদিম জাতির-
আশ্রয় যেন দুঃসাহসের !
প্রবল বৃষ্টি, মারুয়ার ক্ষেতে, টোটো মায়েদের দিন যে কাটে...
জীবন্ত এক ইতিহাস তাঁরা, টোটো জনজাতি মঙ্গলয়েড-
ফর্সা রঙের মিষ্টি অধর !
সতন্ত্র তাঁরা সুন্দর অতি, টোটো বালিকা চঞ্চল মতি-
নাচের তালে দোদুল দোলে, টোটো ভাষাতেই কথাগুলি বলে...
"গেরানি সেংজা" !
হাউড়ি সেখানে দুরন্ত নদী, বাঁধ ভাঙা স্রোতে ভয়াল গতি!
মুগ্ধতা আঁকা টোটোঘরগুলি, গাছবাড়িটিও গাছের উপরে...
শান্ত সবুজ ভুট্টার ক্ষেতে, হাতির হানা চলতেই থাকে!
কাঠবেড়ালী, মোরগ, ময়ূর, আনারসগুলি বড় সুমধুর-
সুপারিবাগান ফলেই ঠাসা, মিষ্টি শ্বাসে ভরপুর তাজা-
হিমেল হাওয়া বৃত্তাকারে, চলতে থাকে টোটোদের ছুঁয়ে...
সেই হাওয়াও ফিরেই আসে, প্রতিবেশী দেশ ভুটান পাহাড় থেকেই !!
সত্যি
কথা বলতে টোটোপাড়ার আকাশে যখন সাদা সাদা বলাকা মেঘ উড়ে বেড়ায় ঘন নীল
পাহাড়ের উপর দিয়ে, প্রকৃতির এই অপরূপ নৈসর্গিক নির্মল চিত্র চোখে পড়লে মন
খুব ভাবুক হয়ে পড়ে ! তখন শুধু কবিতার পংক্তি ঘুরে ফিরে আসে মনে ! গদ্য যেন
কোথায় লুকিয়ে যায় ! থেমে যায় গদ্য কথার শব্দের বুনন! কবিতার ক্যানভাসে
আঁকতে পারা যায় সারি সারি বলাকা মেঘের উড়ান-
মনও হালকা হয়ে উড়ে বেড়াতে চায় ঐ নীল পাহাড়ের উপর দিয়ে...! টোটোপাড়ার আকাশ-পথে মেঘেদের এই চলন দেখলে টোটোগানের কলি মনে আসে তখন-
ঐ যে সত্যজিতের (সত্যজিৎ টোটো) কথাগুলি গানের আকারে লিখে রেখেছিলাম আমার ডায়রিতে! যেমন-
গাইছি সে গান আবার...
নীল পাহাড়ের নীলাকাশে ছুঁয়ে,মেঘের পালে
লেগে যাক ঐ সুর-
আদিম কথামালার সুরেলা ছন্দ তখন এরকমই হয় শুধু...
"আ...আ আ আ...
আ...আ আ আ...
টোটবিকো লোইটা টোটবিকো সা
নিনা অংকো নিনা ডেমসা,জেজেংকোয়া ইচো
নিনা অংকো ডেমসা ও বারবাই-
নিনা অংকো ডেমসা...
আ...আআআ..আ...
আ...আআআ...আ...
মানকো অংনু অউরু পউয়া
ডাংকো দেউয়া মাংতা লেউয়া
মানকা দিয়া ডাংটা হউয়া
ডাংকো দিয়া মাংতা লেউয়া
জেজেংকোয়া ইয়োইয়ো নিনা অংকো ডেমসা ও বারবাই
নিনা অংকো ডেমসা...
বিউটিতা হোইমসা নাসা চাউয়া
গোয়াটিতা হোইমসা সাথি আউয়া
জিরুং জিপনুং ইয়োইয়া নিনা অংকো ডেমসা ও বারবাই
নিনা অংকো ডেমসা...