নানা রঙের গানগুলি-১৫/শৌভিক কুন্ডা
নানারঙের গানগুলি (১৫)
শৌভিক কুন্ডা
-------------------------------
আগের একটি পর্বে (সম্ভবত ১৩নং) আমার প্রিয় দুটো বিদেশি গানের মধ্যে একটি সম্পর্কে লিখেছিলাম। গত পর্বে অন্য লেখা ছুঁয়ে আজ তবে সেই দ্বিতীয়টির কথায় ফিরি।
তখন আমার প্রথম প্রেমটি সমাধিস্থ। তখন আমি এসি কলেজে ফিরে গ্র্যাজুয়েশন করছি, যাদবপুর ইউনিভার্সিটি ছুঁয়ে, পারিবারিক বাধ্যবাধকতায়। ইংরেজি ভাষা আর সাহিত্য নিয়েই পড়ছি, তবে বিদেশি স্বরের ইংরেজি উচ্চারণ প্রায় বুঝিই না। ঠিক সেই সময়ে কানে এলো সুরটা। কবে, কোথায়, মনে নেই। তখন সরস্বতী পুজো, শারদ উৎসব, নববর্ষ ইত্যাদি উপলক্ষে প্রেমিক-জনের মনে ঢেউ খেলতো। ঐ ঐ বিশেষ দিনগুলোতে ভালোবাসার নবীন বরণ। প্রেমনেই তারুণ্যের ফাগুনবনে হুতাশ হাওয়া। "আমার কাউকে বলার কিছু নেই!" হ্যাঁ, ঠিক সেই সময়ে। কে যেন ফোনের ওপার থেকে বলে উঠল, কোনো বিশেষ উৎসবে নয়, কোনো বিশেষ তিথি উদযাপনে নয়। তবু আমি তোমাকে ডাকলাম। ডাকলাম, শুধু তিনটি শব্দে, জানাতে, "আমি তোমাকে ভালোবাসি।"
"No new year's day
To celebrate
No chocolate covered candy-hearts
To give away
....... I jus' call'd
To say,"I love you."
স্টিভল্যান্ড হারডএ্যাওয়ে জাডকিন, অথবা স্টিভল্যান্ড হারডএ্যাওয়ে মরিস। আমার জন্মের আগেই তিনি বিস্ময়'বালক' পরিচিতি পেরিয়ে পরিণত বিস্ময় হয়ে উঠছেন বিশ্বসংগীতের দরবারে। তবে গালভরা পোষাকি নামটিতে নয়। পৃথিবী তাঁকে চিনে নিয়েছে স্টিভি ওয়ান্ডার নামে। কৃষ্ণাঙ্গ আমেরিকান। অন্ধ। যন্ত্রী, গীতিকার, সুরকার, গায়ক। এবং ১৯৮৪তে প্রকাশ পাওয়া এই "I just called to say" গানটিই সম্ভবত আন্তর্জাতিক আঙিনায় স্টিভি ওয়ান্ডারের সবচেয়ে বেশি পরিচিত, প্রসিদ্ধ এবং সুরে-বেসুরে উচ্চারিত। হ্যাঁ, বেসুরো এই আমিও গুণগুণ করেছি ভালোবাসার এই অমোঘ কলিগুলো, বহুবার। এখনো করি।
না, "এমন দিনে তারে বলা যায়"-এর মতো প্রাকৃতিক আনুকুল্যেও নয়, আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত দিনেই বলা যায়, এই ললিত তিনটি শব্দ, স্টিভি ওয়ান্ডার সুরে বেজে ওঠেন -
"No first of spring, no song to singIn fact, here's just another ordinary day"
হ্যাঁ, এক্কেবারে অরডিনারি একটা দিনেই তাহলে আমার সেই উচ্চারণ, প্রেমের আবহমান স্বীকৃতি -
"But what it is, is something true
Made up of these three words that I must say to you
I just called to say I love you
I just called to say how much I care".......
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴