কথাদের আয়ু/সন্তোষ সিংহ
কথাদের আয়ু
সন্তোষ সিংহ
অনুবাদ : শুক্লা রায়
কথাদেরও আয়ু থাকে
কোনো কথা স্বল্পজীবী, আগে মরে যায় কোনো কথা দীর্ঘজীবী, সহজে মরে না
এই যে বলছ তুমি, তোমার সব কথা ফুরিয়ে গিয়েছে
মানে তোমার কথা মরে গিয়েছে
কারণ ভেতরে আশ্চর্যতা কিছু নেই,
কথা মরে গেছে বলে তুমি আজ নির্বাক চেয়ে থাকো শুধু
ওই যে দূর সবুজ বনানী
আজ ছাইভস্ম হয়ে তাকিয়ে রয়েছে ধু-ধু তারও ছিল অনেক সজল কথা, তারা মরে গেছে বলে
দিগন্ত ধূসর...
একদিন সমস্ত গ্রাম, কথা ফুরিয়ে গেলে চাঁদের পাহাড় হয়ে চেয়ে থাকবে নিষ্পলক হুতুম প্যাঁচার মতো
এক দিন সমস্ত কথা মরে গেলে
পেছনে প্রতীক্ষারত
তীক্ষ্ণচঞ্চু রোম ওঠা ক্ষুধার্ত শকুন
আর একটু দূরে মৃত্যুর অপেক্ষারত ভূকম্পপ্রবণ বালকের মতো হবে
আমাদের চতুর শহর ...
---------------------------------------------------------------
কাথালার আয়ু
কাথালারও আয়ু থাকে
কুনো কাথার এত্তোকোনা জেবন, আগোতে মরি যায়
কুনো কাথার ডিগিলা জেবন, নগতে মরে না।
এ্যায় যে কছেন তোমরা, তোমার সবলা কাথায় ফুরি গেইসে
মানে তোমার কাথালা মরি গেইসে
কেনে, ভিতরোত আচ্চয্যর কুনোয় নাই
কাথালা মরি গেইসে দেকি তোমরা আজি বোকবোকা
চায়া থাকেন খালি
অয় যে দুরান্তরিয়া সবুজ জঙ্গল
আজি ছাই-মাটি হয়া চায়া আছে খাং খাঙা
উয়ারও আছিল মেলা অসের কাথা, হুলা মরি গেইসে দেকি
মাটিয়া নাগা সিমিনাখান.............
একদিন তামাল্লায় গেরাম, কাথা ফুরি গেইলে
চানটার পাহাড় হয়া চায়া নবু ডোগডোগ
হুতুম পেঁচার মতোন
একদিন তামাল্লা কাথা মরি গেইলে
পাছিলাত বাচ্চে নোওয়া খাগনাগা শেগুন
আর কনেক দূরোত মরির ত্যানে বাচ্চে নোওয়া
ভইচাল যাওয়ার নাখান কাঁপুনি ধরা ছাওয়াটার মোতোন হবে
হামার চালাক শহোর।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴