ইজেলে উত্তরবঙ্গ/কল্যাণ দে
ইজেলে উত্তরবঙ্গ
কল্যাণ দে
অনুবাদ : শুক্লা রায়
চোত বোশেখের ম্যালেরিয়া জ্বর কাটলেই কার্শিয়াং পাহাড় লাথি মেরে সফেদ মেঘের মেষের পাল
তরাইএ নামিয়ে দেয় চোখের ধারা, বৃষ্টির লোম
শরীরে গজিয়ে ওঠে বিচিত্র বর্ণের আগামীর ঝর্ণা
অর্কিডের মুখ
শিহরিত বাতাসের ঠোঁটে চুম্বন আঁকে প্রজাপতি কাল
এক ভূগোলে গড়ে ওঠে হাজার পাখিরালয়............
যত দূরে যাই, জীবিকার অন্বেষণ দায়িত্বের টানে
পথের রেখায় ছুঁয়ে থাকে উত্তর দেশ, প্রিয় পান্থশালা-
চেঙ্গা, মানঝা, বালাসন, মেচি, মহানন্দার
ঘূর্ণায়মান তসবি, জপমালা-
বর্ষায় নদী যেন মাঠ-বুকে শঙ্খমালা প্রেম বকের পাখায় লেগে থাকে ফেবিকলে
গৃহস্থালীর স্বাদ
চাষীদের সঙ্গীতে সঙ্গত করে কোলা ব্যাঙের গলা
ভেসে যায় আমন শস্যের অহংকার, তবু -
পলির সরগম ছুঁয়ে থাকে রবিশস্যের গান-
বর্ষা এলেই তরাই, ডুয়ার্স মেঘের কালো অক্ষরে
নিমন্ত্রণ লিপির ভাষায় আমাকে ডাক দিয়ে যায়
অবরোধ ভেঙে ছুটে চলি আংরাভাসার টানে
আরো দূরে পাগলী ভুটানের নীল মায়া- উত্তরের অন্ধ পাঁচালীর চালে
মাকড়াপাড়ার পথে যাযাবর পায়ের খেয়ালী খেলায়
বেলা গড়ায় মুগ্ধ আবেশে...........
---------------------------------------------------------------
ইজেলোত উত্তরবঙ্গ
কল্যাণ দে
অনুবাদ : শুক্লা রায়
চৈত বৈশাখের ম্যালেরিয়া জ্বর কাটিলেই
কার্শিয়াং পাহাড় লাথি মারি সাদা ম্যাঘের
ভেড়ার পাল
তরাইয়োত নামে দ্যায় চৌকের জল, বিষ্টির লোম
দেহাত গাজায় নানান অঙের আইসা দিনের ঝোন্না
ওর্কিডের মুক
বিজলি উটা বাতাসোর ঠোঁটোত চুমা খায়
কালি পোজাপতি
একখান জাগাতে গাজে উটে হাজার
পখির ভাসা..............
যত দূরোতে যাং কাজের খোঁজোত দায়িত্বর টানোত
আস্তার কাইন্টাত নাগি থাকে উত্তর দ্যাশ
প্রিয় পান্থশালা
চেঙ্গা, মানঝা, বালাসন, মেচি, মহানন্দার
ঘুরানিওলা তসবি, জপেরমালা-
বাইষ্যাৎ নদী ঝুনি মাঠ বুকোৎ শঙ্খমালা প্রেম
বকের পাখনাত নাগি থাকে ফেবিকলোৎ
গিরিস্তির স্বাদ
কিষ্যানের গানোত তাল দ্যায় কোলা ব্যাঙের গালা
ভাসি যায় আমন ফসলের অহংকার, তাও
পলির সরগমোত নাগি থাকে
অশেষা কিষ্যির গান
বাইষ্যা আসিলেই তরাই ডুয়ার্স ম্যাঘের কালো অক্ষরোত
নিমন্তন লিপির ভাষাত মোক ড্যাকেয়া যায়
আলি ভাঙি ছুটি যাং আংরাভাসার টানোত
আরো দুরন্তরোত পাগলি ভুটানখানের নীল মায়া-
উত্তরোত অন্ধ পাঁচালির চালোত
মাকড়াপাড়া যাবার আস্তাত যাযাবর ঠ্যাঙের খামখেয়ালী খেলাৎ
ঝালি গড়ি যায়
মন ভাল নাগা আবেশোত.........
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴