জলদাপাড়ার পাখি/বেণু সরকার
জলদাপাড়ার পাখি
বেণু সরকার
অনুবাদ : শুক্লা রায়
কণ্ঠে : পপি দে
জঙ্গলে আসি রোজ পাখি দেখি
দেখতে দেখতে উজ্জ্বল হয়ে ওঠে স্মৃতির জলছবি
খয়েরি নীল হলুদ লাল নানা রঙের অজস্র পাখি
শিশু ও খয়ের গাছ আলো ক'রে থাকে আমার নানা রঙের অতীত ভীষণ স্পষ্ট হয়ে ওঠে।
হলুদ স্পর্শে এগিয়ে যাই
মেঘের পয়ার ভেঙে জেগে ওঠে
আলোকিত গড়িয়াহাট
নীল স্পর্শে ডুবে যাই
মেরিনা বিচের ভ্রমণপিয়াসীর ভিড়ে
লাল স্পর্শে মনে পড়ে
ভিখিরি মেয়েটিকে খুবলে খাওয়ার গল্প
খয়েরি দৃশ্যে
রাজপথে পড়ে থাকা যুবকের
রক্তের আলপনা।
এ রকম জলছবি-বিকেল
চিমটি কেটে বিমনা হতে শেখায় - জলদাপাড়ার পাখি আমাকে
স্মৃতির জলাশয়ে সাঁতার শেখায়।
---------------------------------------------------------------
জলদাপাড়ার পখি
বেণু সরকার
জঙ্গলোত আইসোং দিনাও পখি দ্যাখোং
দেকিতে দেকিতে জলজলা হয়া উটে আগিলা কাথার ছবিলা
জঙ্গলোত আইসোং দিনাও পখি দ্যোখোং
দেকিতে দেকিতে জ্বলজ্বলা হয়া উটে আগিলা দিনের কাথালা
খোয়ারি নীল হলদিয়া নাল নানান অঙের পখিলা
শিশু আর খয়ের গছ ঝলমল করি নয়
মোর আগিলা দিনের নানান অঙের কাথালা খুবে জগজিলা করি উটে।
হলদিয়া অঙ নাগিলে আগে যাং
ম্যাঘের দল ভাঙি জাগি উটে
ঝলমলা গড়িয়াহাট
নীল অঙ নাগিলে ডুবিয়া যাং
মেরিনা বিচের বেড়ানিয়া মানসির ভিড়োত
নাল অঙ নাগিলে মনোৎ পড়ে
ভিকারি মাইটাক খাবুলি খাবার কাথালা
খোয়ারি অঙোত
আজপতোত পড়ি নওয়া গাবুর বাউটার
অক্তের আলপনা।
এইলা জলছবিওলা বিকাল
চিমঠানি দিয়া মনভোলা হোওয়া শিকায়
জলদাপাড়ার পখি মোক
তিনপুরানি কাথার ডিগিত পহর কাটা শিকায়
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴