লাল পরী-১১/মধুপর্ণা রায়
লাল পরী/১১
মধুপর্ণা রায়
শাক্য কেবল রঞ্জার কথা শুনে যাচ্ছিল। পাখি শিস দিচ্ছে। সে শুনছে না। সব নদী ঘুরিয়ে নিচ্ছে তাদের বাঁক। একা এক প্রতীক্ষারত শিলাখণ্ডের মত প্রতিষ্ঠিত কবি- সাহিত্যিক শাক্য সিনহা! ফোন কেটে দিয়েছে রঞ্জাবতী। আর সে কথা বলবে না। ধুলায় বাঁশি ফেলে দেবার আগে বেশ্যা মেয়েটার দিকেই ঘুরে তাকাল শাক্য। দেখল, তাকিয়ে আছে শাক্যর দিকে মস্ত চোখে।
এরই ফাঁকে নাইটি পালটে পরে নিয়েছে সবুজ রঙের জর্জেট। একটু বেশিই রোগা দেখাচ্ছে তাকে। নন্দনে তুমুল এক আড্ডায় যেদিন মধুমন্তীর সঙ্গে আলাপ হয়েছিল তখন মিশকালো জর্জেটে তাকেও একটু যেন রোগাই লেগেছিল! প্রায় তেমনটাই রেখে দিয়েছে নিজেকে। বছর দুয়েক আগে চার পেগ হুইস্কি টেনে শাক্য গিয়েছিল ওর নাচের অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে দেখা করবার তীব্র মাতাল ইচ্ছেটাকে আটকাতে পারে নি। স্পষ্ট শুনেছিল, সাজঘরের দরজায় দাঁড়িয়ে, কেমন অবাক গলায় মধুমন্তী বলছে--- শাক্য সিনহা? সে, কে? ফিরে গিয়েছিল শাক্য।
মল্লিকা বলল:-- নিন। চলুন। চা ফা রাস্তায় খেয়ে নিলেই হবে। আমার গা গুলোচ্ছে।
:-- গা গুলোচ্ছে রাতে কিছু খাও নি বলেই। এখন ব্রেকফাস্ট করবে।
শাক্যর গলায় অভিভাবকের সুর।
মল্লিকা চোখ স্থির করে তাকাল।
:-- খাব না আমি।
:-- খাবে।
:-- বলছি তো খাব না।
:-- আমি বলেছি তুমি খাবে। নইলে শরীর আরো বেশি খারাপ করবে।
অবাক চোখের তারায় অদ্ভুত মায়াময় লাগছে তো মেয়েটাকে! ক্ষীণ জলস্রোত, হোক না বেশ্যা, আসছে কি শাক্যর একান্ত মরুভূমি ঠেলে? দুই হাত পেতে দাঁড়াবে কি শাক্য? এর কাছে? সব শেষে? মধুমন্তী..... রঞ্জা.... আরো আরো নদীর পরে?!
খেল মল্লিকা। খানিকটা অন্যমনস্কভাবে বলল:-- মেয়েটা আপনাকে ছেড়ে চলে গেল। না?
শাক্য তাকাল। :-- কোন মেয়েটা?
:-- আমি কী জানি? রক্ষিতা বললে তো আবার ক্ষেপে যাবেন।
:-- ও আমার রক্ষিতা নয়।
কফিতে চুমুক দিল মল্লিকা। চোখের তারায় শ্লেষের ঝলক। :-- নয় তো বুঝলাম। হয়টা কে?
কথার কায়দা জানে তো মেয়েটা! শাক্য দপ করে উঠল:-- তাতে তোমার কী?
শরীর বাঁকিয়ে আড়মোড়া ভাঙল মেয়েটা।
:--- আমাদের শালা নিজেদের হুজ্জুতির শেষ নেই। আপনার মেয়েছেলে আপনার প্যান্টের তলায় থাকল না ফুরুৎ হল তাতে আমার বালের মাথাব্যথা।
রঞ্জার করা অপমান, ওর নির্বিকার চলে যাওয়া, শাক্যর মরুভূমি জীবনের আতঙ্ক আর এই মেয়েটার আশালীন মন্তব্যে আবার জ্ঞান হারাল শাক্য। সপাটে এক চড় কষিয়ে দিল ওর গালে। চিৎকার করে উঠল:--- শাট আপ। শেমলেস ক্রিচার!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴