সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
28.স্মৃতি দিয়ে ঘেরা-২৮

28.স্মৃতি দিয়ে ঘেরা-২৮

27.স্মৃতি দিয়ে ঘেরা-২৭

27.স্মৃতি দিয়ে ঘেরা-২৭

26.স্মৃতি দিয়ে ঘেরা-২৬

26.স্মৃতি দিয়ে ঘেরা-২৬

25.স্মৃতি দিয়ে ঘেরা-২৫

25.স্মৃতি দিয়ে ঘেরা-২৫

24.স্মৃতি দিয়ে ঘেরা-২৪

24.স্মৃতি দিয়ে ঘেরা-২৪

23.স্মৃতি দিয়ে ঘেরা-২৩

23.স্মৃতি দিয়ে ঘেরা-২৩

22.স্মৃতি দিয়ে ঘেরা-২২

22.স্মৃতি দিয়ে ঘেরা-২২

21.স্মৃতি দিয়ে ঘেরা-২১

21.স্মৃতি দিয়ে ঘেরা-২১

20.স্মৃতি দিয়ে ঘেরা-২০

20.স্মৃতি দিয়ে ঘেরা-২০

19.স্মৃতি দিয়ে ঘেরা-১৯

19.স্মৃতি দিয়ে ঘেরা-১৯

18.স্মৃতি দিয়ে ঘেরা-১৮

18.স্মৃতি দিয়ে ঘেরা-১৮

17.স্মৃতি দিয়ে ঘেরা-১৭

17.স্মৃতি দিয়ে ঘেরা-১৭

16.স্মৃতি দিয়ে ঘেরা-১৬

16.স্মৃতি দিয়ে ঘেরা-১৬

15.স্মৃতি দিয়ে ঘেরা-১৫

15.স্মৃতি দিয়ে ঘেরা-১৫

14.স্মৃতি দিয়ে ঘেরা-১৪

14.স্মৃতি দিয়ে ঘেরা-১৪

13.স্মৃতি দিয়ে ঘেরা-১৩

13.স্মৃতি দিয়ে ঘেরা-১৩

12.স্মৃতি দিয়ে ঘেরা-১২

12.স্মৃতি দিয়ে ঘেরা-১২

11.স্মৃতি দিয়ে ঘেরা-১১

11.স্মৃতি দিয়ে ঘেরা-১১

10.স্মৃতি দিয়ে ঘেরা-১০

10.স্মৃতি দিয়ে ঘেরা-১০

9.স্মৃতি দিয়ে ঘেরা-৯

9.স্মৃতি দিয়ে ঘেরা-৯

8.স্মৃতি দিয়ে ঘেরা-৮

8.স্মৃতি দিয়ে ঘেরা-৮

7.স্মৃতি দিয়ে ঘেরা-৭

7.স্মৃতি দিয়ে ঘেরা-৭

6.স্মৃতি দিয়ে ঘেরা-৬

6.স্মৃতি দিয়ে ঘেরা-৬

5.স্মৃতি দিয়ে ঘের্রিত-৫/রণজিৎ কুমার মিত্র

5.স্মৃতি দিয়ে ঘের্রিত-৫/রণজিৎ কুমার মিত্র

4.স্মৃতি দিয়ে ঘেরা-৪

4.স্মৃতি দিয়ে ঘেরা-৪

3.স্মৃতি দিয়ে ঘেরা৩/রণজিৎ কুমার মিত্র

3.স্মৃতি দিয়ে ঘেরা৩/রণজিৎ কুমার মিত্র

2.স্মৃতি দিয়ে ঘেরা২/রণজিৎ কুমার মিত্র

2.স্মৃতি দিয়ে ঘেরা২/রণজিৎ কুমার মিত্র

1.স্মৃতি দিয়ে ঘেরা-১/রণজিৎ কুমার মিত্র

1.স্মৃতি দিয়ে ঘেরা-১/রণজিৎ কুমার মিত্র

07-December,2022 - Wednesday ✍️ By- রণজিৎ কুমার মিত্র 288

স্মৃতি দিয়ে ঘেরা-১/রণজিৎ কুমার মিত্র

স্মৃতি দিয়ে ঘেরা-১
রণজিৎ কুমার মিত্র
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

স্বপ্নের ইঁট দিয়ে গাঁথা সে প্রতিষ্ঠান , আর হাজার হাজার জনের স্মৃতি দিয়ে ঘেরা। আমার সাথে তার যোগসুত্র প্রায় চার দশকের কাছাকাছি , এই দীর্ঘ সময় ধরে কত কি দেখেছি, জেনেছি , উত্তুরে বাতাসে সেসবের স্মৃতি আনন্দ-বেদনা- অভিমান শিমুল তুলোর মতো বাতাসে ওড়াউড়ি করে । ‌শাল কুঞ্জে শুকনো পাতা মর্মর ধ্বনি তোলে । মাগুরমারি নদীর শীর্ণ রেখা শুকিয়ে যায় । নিঝুম জঙ্গলাকীর্ণ গ্রাম বৈরাতিশাল হয়ে যায় রাজা রামমোহনপুর, গড়ে ওঠে সহস্র স্বপ্ন পূরণের লক্ষ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।
মহা আখ্যানের ভিতরেও থাকে ছোট-বড় অজস্র আখ্যান, শুরু করা যাক সূচনাপর্বের সেইসব আখ্যান-কথা দিয়ে।
সময় কাল, ১৯৬২, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ড: বিধানচন্দ্র রায় উত্তরবঙ্গ উন্নয়নের জন্য উচ্চ শিক্ষা বিস্তারের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাইছেন, তার জন্য উপযুক্ত জায়গা চাই। শোনা যায় প্রথমে প্রস্তাব এসেছিল, কোচবিহার রাজবাড়ি প্রাঙ্গন, কিন্তু তা হল না। প্রথম মুখ্যমন্ত্রী বাংলার রূপকারের পছন্দ হল রেল-বিমান-সড়ক যোগাযোগের আদর্শ কেন্দ্রস্থল এক বিস্তীর্ণ সবুজ খণ্ডকে। শহরের হট্টগোলের বাইরে উদার আকাশ আর কাঞ্চনজঙ্ঘার পদতলে শাল পলাশের ছায়াঘেরা প্রান্তরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তুলবার জন্য এরচেয়ে ভালো জায়গা আর কি হতে পারে! শিলিগুড়ি শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে আঠারোখাই মৌজার ৩৩৩ বর্গ কিমি বৈরাতীশাল গ্রাম যার নব নামকরণ করলেন প্রথম উপাচার্য বিনয়েন্দ্রনাথ দাশগুপ্ত, রাজা রামমোহনপুর।
বিশ্ববিদ্যালয় প্রস্তুতির তোড়জোড় শুরু হল জলপাইগুড়ির অতুল চন্দ্র রায় যিনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ছিলেন তার ফর্মুলায় বিশ্ববিদ্যালয় প্রথম প্রয়োজন মেটানোর জন্য অল্প খরচে কিছু ঘরবাড়ি তৈরি হল। এই অতুল চন্দ্র রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হয়েছিলেন।শুনেছি প্রথম উপাচার্য বিনয়েন্দ্রনাথ দাশগুপ্ত তিনিও জলপাইগুড়ির মানুষ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবার আগে তিনি লখনৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিপর্বে জলপাইগুড়ির এই দুই কৃতি মানুষের অনেক গল্প শুনেছি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, বিশেষ করে জলপাইগুড়ি থেকে যাতায়াতরত পুরনো অধ্যাপক ও শিক্ষাকর্মীদের কাছ থেকে । শিক্ষাকর্মী ও আধিকারিকদের মধ্যে জলপাইগুড়ির মানুষজনদের সংখ্যা কম ছিল না।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সূচনাপর্বের কিছু তথ্য জ্ঞাপন করা যাক-
ক) ০৪/১০/১৯৬৩ তারিখে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় এন বি ইউ এক্ট-1961 পাস করেন ।
খ) ১৫/১২/১৯৬১-তে ভারতের রাষ্ট্রপতির স্বীকৃতি লাভ করেছিল।
গ) ১৫/১২/১৯৬২-তে এক সভায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রগতিতে উপাচার্য শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৯৬২-তে রাষ্ট্রপতির অনুমোদন কার্যকরী করা হয় ।
ঘ) ০১/০৬/১৯৬২ প্রথম উপাচার্য বিনয়েন্দ্রনাথ দাশগুপ্ত বিশ্ববিদ্যালয়ের কার্যভার গ্রহণ করলেন। রচিত হল উত্তরবঙ্গে উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত।
বিশ্ববিদ্যালয় সূচনার যখন প্রস্তুতি চলছে সেই সময়ে ১৯৬২ সালের অক্টোবর-নভেম্বর মাস জুড়ে উত্তর-পূর্ব ভারতে চিনা আক্রমণের টালমাটাল অবস্থা । অরুণাচলের বোমডিলা চীনের দখলে, যুদ্ধ চলছে । উদ্বেগজনক পরিস্থিতি সবখানে, এরই মধ্যে ০১/১১/১৯৬২-তে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজা রামমোহনপুর ক্যাম্পাসে ৭ জন শিক্ষক ও কয়েকজন শিক্ষাকর্মীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হল। কিন্তু পঠন-পাঠন শুরু করা গেল না, উত্তর-পূর্ব ভারতে তখন চীন-ভারত যুদ্ধের ভয়ঙ্কর অস্থিরতা, সেনাবাহিনীর জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সাময়িকভাবে হস্তান্তরিত করতে হল। উদ্বোধনের দিনই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের টেলিগ্রাম করে জানানো হল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ....

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                            software development company in siliguri,no 1 software
                            development company in siliguri,website designing company
                            in Siliguri, website designing in Siliguri, website design
                            in Siliguri website design company in Siliguri, web
                            development company in Siliguri