পান্তা পুরান
পান্তা পুরান
উমা শঙ্কর রায়
^^^^^^^^^^^^^^
দইয়ের মধ্যে পোকা আর দুধে পড়েছে মাছি
পান্তাভাতে কাঁচা লঙ্কা দাদুর এল হাঁচি।
ঠাকুর ঘরে দিদা বসে পুজো দেবে বলে
দৌড়ে গেল দাদুর কাছে রেগে কি না বলে।
হাঁচি হাঁচি করে দাদু কপালে তোলে চোখ
পান্তা গলায় আটকে দাদু গিলছে না আর ঢোঁক।
দিদা গেল জল আনতে যেই না কলের পাড়ে
পোষা মিনি ঢুকে গেল সোজা ঠাকুর ঘরে।
কলের পাড়ে সাবান গোলা জল রাখা ছিল
গ্লাস ভরে দাদুর মুখে সবটা ঢেলে দিল।
ঠাকুর ঘরের দুধ খেয়ে মিনি দিল ছুট
দাদুর পেটে আওয়াজ শুরু ভুট-ভাট-ভুট।
মিনির পেছন দাদুও ছোটে এবার কাছা খুলে
দিদা নিল ঝাড়ু বাল্টি গোবর জলে গুলে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴