সাহিত্যের চড়ুইভাতির সত্যি গল্প/বেলা দে
সাহিত্যের চড়ুইভাতির সত্যি গল্প
বেলা দে
"সাহিত্যের চড়ুইভাতি" শব্দদুটি আমি মনে করি যে কোনও জনের কর্ণকুহরে সাময়িক ধ্বনিরঅনুরণন তুলতে বাধ্য। একে সাহিত্য তায় আবার চড়ুইভাতির গন্ধ! আমাদের আড়াই দিনের অভিজ্ঞতার ধারক এবং বাহক স্নেহের অমিতভাই, চিকরাশি, সহজ উঠোনের কর্ণধার অমিত কুমার দে, ত্রুটিহীন আপ্যায়নের আয়োজক ছিল সে ও "অভিনয় ন্যাচারাল হোম স্টে"। চারপাশে রংবেরঙের মরশুমি ফুলের আস্তরণ ঘেরা মনোরম সৌন্দর্যেভরা কটেজগুলো অত্যন্ত পরিচ্ছন্ন বললেও কম পড়ে যাবে।
কালিম্পং জেলার ছোট্ট গ্রাম দারাগাঁও এর মানুষের মনে এত আতিথেয়তা জমে আছে ভাবা যায় না। অমিতের আন্তরিক তদারকিতে মিলনক্ষেত্র যেন স্বর্গক্ষেত্র হয়ে ওঠে। পারস্পরিক সম্পর্ক হৃদ্যতায় তৈরি হয় এক যৌথ পরিবার। মনেই হয় না আমরা সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসা একে অপরের অচেনা, কারো কারো সাথে এবার প্রথম মৌখিক সাক্ষাৎ। লেখায় পেয়েছি, তবু যেন ঘরের মানুষ - সব বলা যায়, সব শেয়ার করা যায়।
এখন আমরা সবাই একা, সুখানুভূতির এই যাপনটুকু ধরা থাক "সাহিত্যের চড়ুইভাতির" গোপন
মলাটের ভিতর পরস্পর মিত্রতার বন্ধনে। ভালো থেকো গো আমার সব অসমবয়সী বন্ধুরা।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴